SBI Life – Smart Platina Supreme – Guaranteed Long Term Income & Savings Plan
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

এসবিআই লাইফ - স্মার্ট প্ল্যাটিনা সুপ্রিম

UIN: 111N171V01

Product Code: 3G

play icon play icon
SBI Life - Smart Platina Supreme Savings Plan

নিজের
সাধ’কে, স্মার্ট
গ্যারেন্টি দিন।

Calculate Premium
একটি ইন্ডিভিজ্যুয়াল, নন্-লিঙ্কড, নন্-পার্টিসিপোর্টিং, লাইফ ইন্সুরেন্স সেভিংস প্রোডাক্ট

আপনি আপনার এবং আপনার প্রিয়জনের জন্যে সুস্থির আর নিরাপদ জীবন প্রদান করতে প্রতিনিয়ত চেষ্টা করেন। যত আপনি জীবনের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে অগ্রসর হন তত আপনার নানা প্রয়োজন এবং দায়িত্ব বাড়তে থাকে সঙ্গে জীবনের অনিশ্চয়তাও বাড়তে থাকে।

নিয়মিত গ্যারেন্টেড আয় সহ আর্থিকভাবে আপনার ভবিষ্যৎ রক্ষা করতে বেছে নিন এসবিআই লাইফ - স্মার্ট প্ল্যাটিনা সুপ্রিম, যেটা গ্যারেন্টেড রিটার্ণ ইন্স্যুরেন্স প্ল্যান। আপনি আপনার প্রিয়জনের প্রতি আপনার প্রতিশ্রুতি পরিপূরণ আর আপনার নিজস্ব উচ্চাকাঙ্খা বাস্তবায়িত করে, প্রতি পদক্ষেপে দৃঢ়বিশ্বাস অনুভব করুন।

মুখ্যাংশ

এসবিআই লাইফ - স্মার্ট প্ল্যাটিনা সুপ্রিম

Smart Platina Supreme - Guaranteed Long Term Income Savings Plan

Buy Online
plan profile

Aryan has invested his funds while being assured of its growth with just limited premium payments.

You too can secure your future with SBI Life - Smart Platina Supreme. Fill in the form fields below to know how

Name of Life assured:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

A little information about the premium options...

Distribution Channels

Premium Frequency

Annual Premium

50,000 No Limit

Premium Paying Term


A little information about the policy options...

Income Plan

Level Guaranteed Income
Increasing Guaranteed Income

Guaranteed Income Frequency

Payout Period

Policy Term


SBI Life – Accident Benefit Rider (111B041V01)

Term for ADB

8 8

ADB Sum Assured

50,000 1650000

Term for APPD

8 8

APPD Rider Sum Assured

50,000 550000

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term

Give a Missed Call

বৈশিষ্ট্যাবলী

  1. নিরাপত্তা : পরিবারের আর্থিক সুরক্ষার জন্যে পলিসি টার্ম চলাকালীন লাইফ ইন্স্যুরেন্স কভার।
  2. নমনীয়তা: প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পৌনঃপুনিকতা, পলিসি টার্ম, পে-আউট সময়কাল তথা আয়ের পৌনঃপুনিকতার জন্যে নানা বিকল্প সহ, আপনার জীবনের লক্ষ্যগুলোর ভিত্তিতে আপনার গ্যারেন্টেড রিটার্ণ ইন্স্যুরেন্স প্ল্যান গঠন করুন।
  3. মেয়াদপূর্তির সুবিধালাভ$: গ্যারেন্টেড সেভিংস প্ল্যান, পে-আউট সময়কাল চলাকালীন সমহারে বা ক্রমবর্ধমান গ্যারেন্টেড আয়^ তৎসহ পে-শেষে মোট পরিশোধিত প্রিমিয়ামের# 110% আকারে মেয়াদপূর্তির সুবিধালাভ প্রদান করে৷
  4. এসবিআই লাইফ - অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার* মাধ্যমে সুরক্ষা বাড়ানোর বিকল্প
  5. উচ্চতর প্রিমিয়ামসের জন্যে বর্ধিত গ্যারেন্টেড আয়
  6. পলিসির বিনিময়ে লোন পাওয়া যায়

$থোক অর্থরাশির আকারে, ভবিষ্যৎ সুবিধালাভের (ভবিষ্যতের গ্যারেন্টেড আয় এবং মোট পরিশোধিত প্রিমিয়ামের 110%) ডিসকাউন্টেড ভ্যালু পাপ্তির বিকল্প৷
^বেছে নেওয়া আয়ের পৌনঃপুনিকতার শুরু বা শেষে গ্যারেন্টেড আয় ভোগ করার একটা বিকল্প পলিসিধারকের কাছে থাকবে।
#যেক্ষেত্রে, মোট পরিশোধিত প্রিমিয়াম মানে যেকোনও বাড়তি প্রিমিয়াম এবং করসমূহ, স্পষ্টভাবে সংগৃহীত হয়ে থাকলে, সেগুলি বাদ দিয়ে স্বতন্ত্র বেস প্রোডাক্টের অধীনে পরিশোধিত সমস্ত প্রিমিয়ামের মোট পরিমাণ।
*এসবিআই লাইফ - অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার (UIN: 111B041V01), বিকল্প ক : অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট (ADB) এবং বিকল্প খ : অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিস্যাবিলিটি বেনিফিট (APPD)।

সুযোগসুবিধা

 

নিরাপত্তা

  • গ্যারেন্টেড রিটার্ণ প্রোডাক্টস (বেস প্ল্যান এবং অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডারের অধীনে প্রদত্ত) সহ এই লাইফ ইন্স্যুরেন্সের অধীনে যথেষ্ট লাইফ কভারের মাধ্যমে পরিবারের আর্থিক নিরাপত্তা

নমনীয়তা

  • আপনার জীবনের লক্ষ্যগুলির সাথে মেলাতে এই সেভিংস প্ল্যানে পে-আউট সময়কাল এবং পৌনঃপুনিকতা বেছে নিন। পলিসি টার্ম শেষের পূর্বে আয় পে-আউট পৌনঃপুনিকতা পরিবর্তন করার বিকল্প।

স্বচ্ছতা

  • ধারাবাহিক এবং নির্ভরযোগ্য ফেরৎলাভ প্রদান করে৷

মেয়াদপূর্তির সুবিধালাভ (বলবৎ থাকা পলিসিগুলোর জন্যে):

মেয়াদপূর্তির সুবিধালাভ প্রদেয়যোগ্য হয়, যদি পলিসি বলবৎ থাকার শর্তে, পলিসি টার্মের শেষে বিমাকৃত ব্যক্তি বেঁচে থাকেন।
পে-আউট সময়কাল চলাকালীন বেছে নেওয়া প্রত্যেক আয়ের পৌনঃপুনিকতার শেষে/শুরুতে^ গ্যারেন্টেড আয় এবং পে-আউট সময়কালের শেষে মোট পরিশোধিত প্রিমিয়ামের# 110%-এর আকারে মেয়াদপূর্তির সুবিধালাভ প্রদেয়যোগ্য হয়, পে-আউট সময়কাল চলাকালীন বিমাকৃত ব্যক্তির বেঁচে থাকা না থাকা নির্বিশেষে।
বিমাকৃত ব্যক্তি/নমিনির (পলিসির সময়কাল শেষ শেষ হওয়ার পরে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে) কাছে থাকছে থোক অর্থরাশির আকারে ভবিষ্যৎ সুবিধালাভের (ভবিষ্যতের গ্যারেন্টেড আয় এবং মোট পরিশোধিত প্রিমিয়ামের# 110%) ডিসকাউন্টেড ভ্যালু** নেওয়ার একটা বিকল্প।

^মেয়াদপূর্তির 3 মাস পূর্বে, কোম্পানীকে জানানোর দ্বারা, বেছে নেওয়া আয়ের পেআউট পৌনঃপুনিকতার শুরুতে গ্যারেন্টেড আয় প্রাপ্ত করার জন্যে বেছে নেওয়ার একটা বিকল্প পলিসিধারকের কাছে থাকবে।
কোম্পানিকে জানানোর মাধ্যমে শুরুতে প্রদেয়যোগ্য গ্যারেন্টেড আয় হবে গ্যারেন্টেড আয়ের অর্থরাশি X বেছে নেওয়া আয়ের পেআউটের পৌনঃপুনিকতা অনুসারে শতকরা হার (যেটা হয় বার্ষিক = 93%, ষান্মাষিক = 97%, ত্রৈমাসিক = 98% এবং মাসিক = 99%)
#যেক্ষেত্রে, মোট পরিশোধিত প্রিমিয়াম মানে যেকোনও বাড়তি প্রিমিয়াম এবং করসমূহ, স্পষ্টভাবে সংগৃহীত হয়ে থাকলে, সেগুলি বাদ দিয়ে স্বতন্ত্র বেস প্রোডাক্টের অধীনে পরিশোষিত সমস্ত প্রিমিয়ামের মোট পরিমাণ।
**প্রতি বর্ষে ডিসকাউন্টেড হার ব্যবহার করে ডিসকাউন্টেড ভ্যালু গণনা করা হবে, যেক্ষেত্রে ডিসকাউন্ট হার হলো প্রত্যেক অর্থ বর্ষের 1লা এপ্রিল তারিখের হিসাবে 30 বছর বিদ্যমান G-Sec হার তৎসহ 50 বেসিস পয়েন্টস।

গ্যারেন্টেড আয় সুবিধা লাভ :

পলিসিধারককে শুরুতে নিম্নলিখিত আয় পে-আউট বিকল্পগুলোর একটা বেছে নিতেই হবে :
  1. সমহারে গ্যারেন্টেড আয় : সমগ্র পে-আউট সময়কাল ব্যাপী গ্যারেন্টেড আয় সমহার-বিশিষ্ট থেকে যাবে।
  2. ক্রমবর্ধমান গ্যারেন্টেড আয় : পে-আউট সময়কালের দ্বিতীয় বছর থেকে শুরু করে বার্ষিক 5% সরল সুদের হারে প্রত্যেক বছর গ্যারেন্টেড আয় বাড়বে।

একবার আয় প্ল্যান বিকল্প বেছে নিলে, পলিসি টার্ম চলাকালীন পরিবর্তন করতে পারা যাবে না।
নিজেদের ভবিষ্যৎ প্রয়োজনের ওপর নির্ভর করে পলিসিধারক 15, 20, 25 বা 30 বছরের একটা পে-আউট সময়কাল বেছে নিতে পারেন।
বার্ষিক, ষান্মাষিক, ত্রৈমাসিক এবং মাসিক আয় পে-আউট পৌনঃপুনিকতা অনুমোদন হয়।
পলিসিধারক পলিসির শুরুতে যেকোন একটা আয়ের পে-আউট পৌনঃপুনিকতার বিকল্প বেছে নিতে পারেন এবং পলিসি টার্ম শেষের পূর্বে, আয়ের পে-আউট পৌনঃপুনিকতার বিকল্প পরিবর্তন করার বিকল্পও থাকছে। একবার আয়ের পে-আউট শুরু হলে পৌনঃপুনিকতা পরিবর্তন করতে পারা যাবে না।

মৃত্যুজনিত সুবিধালাভ (বলবৎ থাকা পলিসিগুলোর জন্যে) :

বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে, পলিসি বলবৎ থাকার শর্তে, পলিসি টার্ম চলাকালীন যেকোন সময়ে, মৃত্যুর ক্ষেত্রে আশ্বাসিত অর্থরাশি নমিনি বা বিমাকৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারীকে থোক অর্থরাশি হিসাবে প্রদেয়যোগ্য হবে, যদি এরকম ঘটনা হয় তাহলে পলিসি সমাপ্ত হয়ে যাবে আর সেক্ষেত্রে পলিসির অধীনে প্রদেয়যোগ্য আর কোনও সুবিধা থাকবে না।
যেক্ষেত্রে মৃত্যুতে আশ্বাসিত অর্থরাশি নিম্নলিখিতগুলির মধ্যে উচ্চতম হয়
  • আশ্বাসিত অর্থরাশি = বার্ষিকীকৃত প্রিমিয়ামের 11 গুণ^
  • বার্ষিক গ্যারেন্টেড আয় X ফ্যাক্টর 1 + প্রদেয়যোগ্য~ মোট প্রিমিয়ামের 110% X ফ্যাক্টর 2
  • মৃত্যুর তারিখ পর্যন্ত মোট পেমেন্ট করা প্রিমিয়ামের# 105%

যেখানে, ফ্যাক্টর 1 হলো ভবিষ্যৎ গ্যারেন্টেড আয়ের জন্যে ডিসকাউন্টিং ফ্যাক্টর এবং ফ্যাক্টর 2 হলো পে-আউট সময়কালের শেষে প্রদেয়যোগ্য মোট প্রিমিয়ামের 110%।
ক্রমবর্ধমান গ্যারেন্টেড আয়ের বিকল্পের জন্যে, পে-আউট সময়কালের প্রথম বছরের বার্ষিক গ্যারেন্টেড আয় বিবেচিত হবে।
পলিসি টার্ম, গ্যারেন্টেড আয়ের বিকল্প, পে-আউট সময়কাল এবং পলিসি বছর, যেটা চলাকালীন মৃত্যুর দাবি জানানো হয়েছে তার ওপর ফ্যাক্টরগুলো নির্ভর করবে।
^বার্ষিকীকৃত প্রিমিয়াম হবে সমস্ত কর, রাইডার প্রিমিয়াম, দায়গ্রহণকারী বাড়তি প্রিমিয়াম এবং মোডাল প্রিমিয়ামের জন্যে লোডিংস বাদ দিয়ে, এক বছরে প্রদেয়যোগ্য প্রিমিয়াম অর্থরাশি।
#যেখানে, মোট প্রিমিয়াম পেড মানে যেকোন বাড়তি প্রিমিয়াম এবং করসমূহ, স্পষ্টভাবে সংগৃহীত হলে, সেটা বাদ দিয়ে, বেস প্রোডাক্টের অধীনে পেড সমস্ত প্রিমিয়াম।
~প্রদেয়যোগ্য মোট প্রিমিয়াম মানে যেকোন বাড়তি প্রিমিয়াম এবং করসমূহ, স্পষ্টভাবে সংগৃহীত হলে, সেটা বাদ দিয়ে, বেস প্রোডাক্টের অধীনে পলিসি টার্ম চলাকালীন প্রদেয়যোগ্য মোট প্রিমিয়াম।

এসবিআই লাইফ – স্মার্ট প্ল্যাটিনা সুপ্রিম-এর ঝুঁকির সম্ভাবনা, শর্ত ও নিয়মাবলী সম্পর্কিত আরও বিশদ বিবরণের জন্য নিম্নলিখিত নথিগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন।
Smart Platina Supreme - Guaranteed Long Term Income Savings Plan
*শেষ জন্মদিনের হিসাবে সকল বয়স উল্লেখ করা হয়েছে।
^ন্যূনতম মেয়াদপূর্তি বয়সের সাপেক্ষে। জীবন বিমাকৃত নাবালক হওয়ার ক্ষেত্রে, পলিসি আরম্ভের তারিখ এবং ঝুঁকি আরম্ভের তারিখ একই হবে আর পলিসিধারক/প্রস্তাবক হতে পারবেন বাবা/মা বা আইনানুগ অভিভাবক। এটা আমাদের বোর্ড অনুমোদিত দায়গ্রহণের নীতি অনুসারে হবে। বিমাকৃত নাবালকের জীবনে পলিসি কায়েম হবে যখন সে সাবালক অর্থাৎ 18 বছর বয়সী হবে।
@উল্লেখ্য : POSPs এবং CPSC-SPV-এর মাধ্যমে বিক্রি হওয়া এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সমস্ত পলিসি জুড়ে মৃত্যুর ক্ষেত্রে সর্বাধিক আশ্বাসিত অর্থরাশি প্রতি ব্যক্তির সাপেক্ষে 25,00,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। যেকোন ঘটনার গ্রহণীয়তা বোর্ড অনুমোদিত অবলিখন নীতি সাপেক্ষ। POSPs এবং CPSC-SPV চ্যানেলের মাধ্যমে বিক্রি হওয়া পলিসির সঙ্গে রাইডারদের সংযুক্ত করা যাবে না।

3G/ver1/11/24/WEB/BEN

*করের সুবিধা:

ভারতে প্রযোজ্য আয়কর আইনাদি অনুসারে আয়করের সুবিধালাভ/মকুবের জন্যে আপনি যোগ্য, যেটা সময়-সময়ে পরিবর্তন সাপেক্ষ| এখানের আরো বিবরণের জন্যে আপনি এখানে আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন| বিশদ বিবরণের জন্যে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন|
ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ করে একটা বিক্রয় সঞ্চালন করার পূর্বে মন দিয়ে বিক্রয়-পুস্তিকা পড়ে নেবেন৷ ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও রাইডারসমূহের শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ করে ক্রয় করার পূর্বে রাইডার ব্রোশিয়ার পড়ুন|