একটা স্বতন্ত্র্য, নন্-লিঙ্কড, নন্-পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স পিওর রিস্ক প্রিমিয়াম প্রাডাক্ট
আপনার কাঁধ থেকে আপনার আঙুলের ডগায় স্থানান্তরিত করুন আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা করার ভার|এসবিআই লাইফ - ইশীল্ড এখন আপনাকে দেবে একটা জীবন বিমা প্রাপ্তকরার সহজ ও অখণ্ড অনলাইন প্রক্রিয়ার সুবিধা|
যাঁরা নিজেদের পরিবারের জন্যে আর্থিক সুরক্ষার সন্ধান করছেন তাঁদের জন্যে, এসবিআই লাইফ - ইশীল্ড প্রদান করছে সামর্থযোগ্য প্রিমিয়ামে নানা সুবিধালাভের এক সম্ভার|
এই অনলাইন পিওর টার্ম প্ল্যান প্রদান করে -
নিরাপত্তা - আপনার পরিবারের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করা
নমনীয়তা - দু’টো সুবিধালাভের কাঠামো এবং দু’টো রাইডার বিকল্পের মধ্যে বেছে নেওয়া
সহজতা - একটা সহজ অনলাইন প্রক্রিয়া সহযোগে
সামর্থযোগ্যতা - ন্যায্য প্রিমিয়ামসমূহের মাধ্যমে
বিশ্বাসযোগ্যতা - মেডিক্যাল দ্বিতীয় মতামত সহযোগে
মাত্র কয়েকটা ক্লিক সহযোগে বিমাকৃত হোন আর আপনার পরিবারকে দিন সুরক্ষার উপহার!
আর্থিক সুরক্ষা প্রদান করে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখা নিশ্চিত করে
সম্পূর্ণ কভারেজের জন্যে ইন-বিল্ট টার্মিনাল ইলনেসের জন্য দ্রুত সুবিধালাভ$ যুক্ত দু’টো সুবিধালাভের কাঠামো এবং দু’টো রাইডার বিকল্প
সহজ অনলাইন আবেদনের প্রক্রিয়া
ধুমপান করেন না এমন ব্যক্তিদের জন্যে প্রিমিয়ামসমূহের ক্ষেত্রে বিশেষ ছাড়
দ্বিতীয় চিকিত্সাগত মতামত
উপযোগিতা
নিরাপত্তা
আপনার বেছে নেওয়া সুবিধালাভের কাঠামোর ভিত্তির ওপর আপনার পরিবারের জন্যে আর্থিক নিরাপত্তা পান
নমনীয়তা
আপনার সুরক্ষার প্রয়োজন অনুসারে দু’টো সুবিধালাভের কাঠামোর মধ্যে থেকে পছন্দেরটা বেছে নিন
ব্যাপক কভারেজ প্রদান করতে দু’টো রাইডার বিকল্প
সহজতা
সহজ অনলাইন আবেদন
সামর্থযোগ্যতা
একটা সামর্থযোগ্য প্রিমিয়ামে সুবিধালাভের একটা সম্ভার উপভোগ করুন
ধুমপান করেন না এমন ব্যক্তিদের জন্যে প্রিমিয়ামে বিশেষ ছাড়
বিশ্বাসযোগ্যতা
বিশেষজ্ঞ চিকিত্সকদের একটা প্যানেল থেকে দ্বিতীয় চিকিত্সাগত মতামতের সুবিধা ভোগ করুন
করের সুবিধালাভ ভোগ করুন*
সুবিধালাভের কাঠামো:
এই প্ল্যান দু’টো সুবিধালাভ কাঠামো প্রদান করে - লেভেল কভার বেনিফিট এবং বর্ধিত কভার বেনিফিট| উভয় কাঠামোর জন্যে একটা ইনবিল্ট সুবিধা$ হিসাবে টার্মিনাল ইলনেসের জন্য দ্রুত সুবিধা পাওয়া যায়৷
লেভেল কভার বেনিফিট:
এই কাঠামোর অধীনে, সমগ্র পলিসি মেয়াদ ব্যাপী আশ্বাসিত অর্থরাশি একই বজায় থাকে|
টার্মিনাল ইলনেসের বিরুদ্ধে আপনি সুরক্ষা পান#
পলিসি মেয়াদ চলাকালীন, দুর্ভাগ্যজনিত মৃত্যু বা চরম অসুস্থতা# রোগনির্ণয়ের মধ্যে যেটা আগে হওয়ার ক্ষেত্রে, পলিসি বলবৎ থাকার শর্তে ‘‘মৃত্যুতে আশ্বাসিত অর্থরাশি’’ পরিশোধ করা হয় এবং পলিসি নিবৃত্ত হয়৷
নিম্নের যেক্ষেত্রে ‘‘মৃত্যুর ক্ষেত্রে আশ্বাসিত অর্থরাশি’’ উচ্চতর হয় :
বার্ষিকীকৃত প্রিমিয়ামের 10 গুণ** অথবা
মৃত্যুর তারিখ পর্যন্ত প্রাপ্ত হওয়া মোট প্রিমিয়ামের^ 105% অথবা
মৃত্যুর ক্ষেত্রে নিশ্চিত আশ্বাসিত অর্থরাশি প্রদান করা হবে, যেটা মৃত্যুর তারিখের হিসাবে কার্যকরী বিমাকৃত অর্থরাশির## সমান হয়
##মৃত্যুর তারিখের হিসাবে লেভেল কভার বেনিফিটের জন্যে প্রাপ্ত আশ্বাসিত অর্থরাশি হবে বেছে নেওয়া প্রাথমিক আশ্বাসিত অর্থরাশি|
বৃদ্ধিপ্রাপ্ত কভার বেনিফিট:
এই কাঠামোর অধীনে, প্রত্যেক 5ম পলিসি বছরের শেষে 10%-এর সরল হারে আশ্বাসিত অর্থরাশি আপনাআপনি বাড়ে
টার্মিনাল ইলনেসের বিরুদ্ধে আপনি সুরক্ষা পান#
পলিসি মেয়াদ চলাকালীন, দুর্ভাগ্যজনিত মৃত্যু বা চরম অসুস্থতার# রোগনির্ণয়ের মধ্যে যেটা আগে হওয়ার ক্ষেত্রে, সেই পলিসি বছরের জন্যে, পলিসি বলবৎ থাকার শর্তে ‘‘মৃত্যুতে আশ্বাসিত অর্থরাশি’’ পরিশোধ করা হয় এবং পলিসি নিবৃত্ত হয়৷
নিম্নানুরূপভাবে যেক্ষেত্রে ‘‘মৃত্যুর ক্ষেত্রে আশ্বাসিত অর্থরাশি’’ উচ্চতর হয়:
বার্ষিকীকৃত প্রিমিয়ামের 10 গুণ** অথবা
মৃত্যুর তারিখ পর্যন্ত প্রাপ্ত হওয়া মোট প্রিমিয়ামের^ 105% অথবা
মৃত্যুর ক্ষেত্রে নিশ্চিত আশ্বাসিত অর্থরাশি প্রদান করা হবে, যেটা মৃত্যুর তারিখের হিসাবে কার্যকরী বিমাকৃত অর্থরাশির~~ সমান হয়
~~মৃত্যুর তারিখের হিসাবে বর্ধিত কভার বেনিফিটের জন্যে প্রাপ্ত আশ্বাসিত অর্থরাশি হবে মৃত্যুর তারিখের পূর্বে প্রত্যেক 5ম পলিসি বর্ষপূর্তিতে 10%-এর সরল হারে বৃদ্ধি হওয়া বেছে নেওয়া প্রাথমিক আশ্বাসিত অর্থরাশি|
#টার্মিনাল ইলনেস একটা অসুস্থতার চূড়ান্ত রোগনির্ণয় হিসাবে নিরূপিত হয়, যেটা 180 দিনের মধ্যেই জীবন বিমাকৃতের মৃত্যুর পরিণাম প্রত্যাশিত হয়|
**বার্ষিকীকৃত প্রিমিয়াম মানে করসমূহ, রাইডার প্রিমিয়ামসমূহ, অবলিখন অতিরিক্ত প্রিমিয়ামসমূহ এবং মডেল প্রিমিয়ামসমূহের জন্যে লোডিংস, কোনও থাকলে, সেটা বহির্ভুক্ত, পলিসিধারক দ্বারা বেছে নেওয়া একটা বছরে প্রদেয়যোগ্য প্রিমিয়াম৷
^^প্রাপ্ত হওয়া মোট প্রিমিয়ামসমূহ মানে যেকোন বাড়তি প্রিমিয়াম, যেকোন রাইডার প্রিমিয়াম এবং করসমূহ বহির্ভুক্ত প্রাপ্ত হওয়া সমস্ত প্রিমিয়ামের সমষ্টি৷
মৃত্যুজনিত সুবিধালাভ:
বেছে নেওয়া সুবিধালাভের কাঠামোর ওপর নির্ভর করে, নমিনী প্রাপ্ত করবেন ‘‘মৃত্যুর ক্ষেত্রে আশ্বাসিত অর্থরাশি’’|
এখন পর্যন্ত সমস্ত নিয়মিত প্রিমিয়াম পলিসিধারককের প্রদান করা এবং জীবন বিমাকৃতের মৃত্যুর তারিখে পলিসি বলবৎ থাকা শর্তে মৃত্যুজনিত সুবিধালাভ প্রদান করা হবে |
$অ্যাক্সিলেরেটেড টার্মিনাল ইলনেসের সুবিধালাভ
এই ইনবিল্ট সুবিধা উভয় সুবিধা কাঠামোর সঙ্গে পাওয়া যায়
জীবন বিমাকৃতের টার্মিনাল ইলনেস যুক্ত রোগনির্ণয় হওয়ায় ক্ষেত্রে, মৃত্যুজনিত সুবিধালাভের সমান সুবিধালাভ প্রদান করা হবে এবং পলিসি শেষ হয়ে যাবে |
এখন পর্যন্ত আপনার সমস্ত নিয়মিত প্রিমিয়াম প্রদান করা এবং রোগনির্ণয়ের তারিখে আপনার পলিসি বলবৎ থাকা শর্তে অ্যাক্সিলেরেটেড টার্মিনাল ইলনেসের সুবিধালাভ প্রদান করা হবে | টার্মিনাল অসুস্থতা দাবির পরিণামস্বরূপ পলিসি শেষ হবে|
টার্মিনাল ইলনেস একটা অসুস্থতার চূড়ান্ত রোগনির্ণয় হিসাবে নিরূপিত হয়, যেটা 180 দিনের মধ্যেই জীবন বিমাকৃতের মৃত্যুর পরিণাম প্রত্যাশিত হয় |
দ্বিতীয় চিকিত্সাগত মতামত :
মেডিক্যাল দ্বিতীয় মতামত হচ্ছে একটা পরিষেবা, যেটা জীবন বিমা করা ব্যক্তিকে আরেকটা ডাক্তার দ্বারা তাঁর রোগনির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনাদির দ্বিতীয় মতামত প্রাপ্ত করতে সক্ষম করে৷
পলিসি বলবৎ থাকার শর্তে, উভয় সুবিধা কাঠামোর অধীনে পাওয়া যায়, যেমন লেভেল কভার সুবিধা এবং বর্ধিত কভার সুবিধা ৷
মেয়াদপূর্তির সুবিধালাভ:
এই প্ল্যান কোনও মেয়াদপূর্তির সুবিধালাভ প্রদান করে না|
রাইডার সুবিধালাভ
এসবিআই লাইফ - অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার (UIN: 111B015V03)
রাইডার পলিসি বলবৎ থাকার শর্তে, রাইডার মেয়াদ চলাকালীন একটা দুর্ঘটনার পরিণামস্বরূপ দুর্ঘটনার 120 দিনের মধ্যেই জীবন বিমাকৃতের মৃত্যুর ক্ষেত্রে রাইডার আশ্বাসিত অর্থরাশি প্রদেয়যোগ্য হয়|
এসবিআই লাইফ-অ্যাক্সিডেন্টাল টোটাল এবং পার্মানেন্ট ডিজ্যাবিলিটি বেনিফিট রাইডার (UIN: 111B016V03)
রাইডার পলিসি বলবৎ থাকার শর্তে, রাইডার মেয়াদ চলাকালীন জীবন বিমাকৃতের দুর্ঘটনাজনিত সম্পূর্ণ এবং স্থায়ী অক্ষমতা ঘটার ক্ষেত্রে রাইডার আশ্বাসিত অর্থরাশি প্রদেয়যোগ্য হয়|
এসবিআই লাইফ - ইশীল্ডর ঝুঁকির বিষয়সমূহ, নিয়ম ও শর্তাবলীর ওপর অধিক বিবরণের জন্যে মন দিয়ে নিম্নলিখিত দস্তাবেজ পড়ুন|
^বয়সের সকল উল্লেখ হল শেষ জন্মদিনের হিসাবে বয়স|$$উপরে দর্শানে প্রিমিয়াম প্রযোজ্য করসমূহ এবং অবলিখন অতিরিক্ত বহির্ভুক্ত| বজায় থাকা করের আইনাদি অনুসারে করসমূহ প্রযোজ্য হবে|
1G.ver.02-04-21 WEB BEN
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ ক’রে একটা বিক্রী সঞ্চালন করার পূর্বে মন দিয়ে বিক্রী-পুস্তিকা পড়ে নেবেন ৷
ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও রাইডার্স শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ ক’রে রাইডার ব্রোশিয়ার পড়ুন৷
*করের সুবিধা::
করের সুবিধালাভ আয়কর আইনাদি অনুসারে এবং সময়ে-সময়ে পরিবর্তন সাপেক্ষ| বিশদ বিবরণের জন্যে, অনুগ্রহ করে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন| এখানে আরও বিবরণের জন্যে আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন|