UIN: 111N126V06
প্রোডাক্ট কোড : 2K
Traditional Non-participating Individual Savings Plan
Name:
DOB:
Gender:
Male Female Third GenderStaff:
Yes NoSum Assured
Premium frequency
Premium amount
(excluding taxes)
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
*করের সুবিধালাভ, আয়কর আইনাদির ব্যবস্থা অনুসারে এবং নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন সাপেক্ষ৷ বিশদ বিবরণের জন্যে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন।
নিম্নের সারণী অনুসারে বলবৎ থাকা পলিসিগুলোর জন্যে প্রত্যেক পলিসি বছরের শেষে, তারিখ পর্যন্ত বার্ষিকীকৃত প্রিমিয়ামসমূহের^^ যোগফলের ওপর একটা সরল হারে গ্যারেন্টিযুক্ত অ্যাডিশন্স যোগ হয়|
গ্যারেন্টিযুক্ত অ্যাডিশন্স অর্থরাশি = গ্যারেন্টিযুক্ত অ্যাডিশন্সের হার X প্রযোজ্য করসমূহ, রাইডার প্রিমিয়াম, মোডাল প্রিমিয়ামের জন্যে অবলিখন বাড়তি প্রিমিয়ামসমূহ এবং লোডিং বহির্ভুক্ত প্রদান করা ক্রমপুঞ্জিত প্রিমিয়ামসমূহ, যদি কিছু থাকে|
1,00,000 টাকার থেকে কম বার্ষিকীকৃত প্রিমিয়াম | 1,00,000 টাকার থেকে বেশী বা সমান বার্ষিকীকৃত প্রিমিয়াম |
4.90% | 5.40% |
^^বার্ষিকীকৃত প্রিমিয়াম হলো সমস্ত কর, রাইডার প্রিমিয়াম, অবলিখন বাড়তি প্রিমিয়াম এবং মোডাল প্রিমিয়ামসের জন্যে লোডিংস স্বতন্ত্র এক বছরে প্রদেয়যোগ্য প্রিমিয়াম অর্থরাশি|
মেয়াদপূর্তিতে গ্যারেন্টিযুক্ত আশ্বাসিত অর্থরাশি তৎসহ জমা হওয়া গ্যারেন্টিযুক্ত অ্যাডিশন্স, প্রযোজ্য মতো|
জীবন বিমাকৃতের দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায়, গ্যারেন্টিযুক্ত অ্যাডিশন্স, কোনও থাকলে, সেটার সঙ্গে একত্রে ‘মৃত্যুর ক্ষেত্রে আশ্বাসিত অর্থরাশি’ সুবিধাভোগীর প্রতি প্রদেয়যোগ্য হবে৷
যেখানে, মৃত্যুর ক্ষেত্রে বিমাকৃত অর্থরাশি বার্ষিকীকৃত প্রিমিয়ামের * 10 গুণ বেশি অথবা মৃত্যুর তারিখ পর্যন্ত প্রদান করা মোট প্রিমিয়ামসমূহের 105% হয়৷
^^বার্ষিকীকৃত প্রিমিয়াম হলো সমস্ত কর, রাইডার প্রিমিয়াম, অবলিখন বাড়তি প্রিমিয়াম এবং মোডাল প্রিমিয়ামসের জন্যে লোডিংস স্বতন্ত্র এক বছরে প্রদেয়যোগ্য প্রিমিয়াম অর্থরাশি|
2K/ver2/08/24/WEB/BEN
ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ ক’রে একটা বীমা পলিসি কেনার আগে মন দিয়ে বিক্রী-পুস্তিকা পড়ে নেবেন|
*করের সুবিধা:
করের সুবিধালাভ আয়কর আইনাদি অনুসারে এবং সময়ে-সময়ে পরিবর্তন সাপেক্ষ| বিশদ বিবরণের জন্যে, অনুগ্রহ করে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন |
ভারতে প্রযোজ্য আয়কর আইনাদি অনুসারে আয়করের সুবিধালাভ/মকুবের জন্যে আপনি যোগ্য, যেটা নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন সাপেক্ষ| এখানের আরো বিবরণের জন্যে আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন| বিশদ বিবরণের জন্যে, অনুগ্রহ করে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন|