Smart Bachat Plus - Best Endowment Assurance Plan | SBI Life Insurance
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

এসবিআই লাইফ - স্মার্ট বচত প্লাস

UIN: 111N170V01

Product Code: 4A

play icon play icon
SBI Life Smart Bachat Plus Premium Details

সঞ্চয়ের আশ্বাসের সঙ্গে
আপনি যে ভবিষ্যৎ
কামনা করেন,
সেই জীবনযাপন করুন৷

একটা ইণ্ডিভিজুয়াল, নন-লিঙ্কড, পার্টিসিপেটিং, লাইফ ইন্স্যুরেন্স, সেভিংস প্রোডাক্ট

এটা মনে রাখা জরুরি যে আমাদের নিজস্ব নানা স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ। আর সেগুলো পরিপূরণ করলে তা আনন্দ এবং লক্ষ্য পূরণের অনুভূতি এনে দিতে পারে, যা শুধু নিজেদের নয়, আমাদের প্রিয়জনদের লাভবান করে। আমাদের নিজস্ব লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিতে সময় বের করা, সে স্বপ্নের মতো ছুটির অবকাশ হোক, কোনও হবি অনুসরণ করা হোক বা নিজেদের ইচ্ছার তালিকায় জায়গা পাওয়া সামগ্রী সংগ্রহ করা হোক, এটি আরো ভারসাম্যযুক্ত এবং পরিপূর্ণ জীবনের দিশায় নিয়ে যায়৷

এসবিআই লাইফে, আমরা আপনার প্রয়োজন মতো বানানো লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টস প্রদান করতে সমর্পিত৷ তাই সেভিংসের সঙ্গে একত্রে লাইফ ইন্স্যুরেন্সের জন্যে আপনার প্রয়োজনীয়তার উদ্দেশ্যে, আমরা আপনার কাছে নিয়ে এসেছি এসবিআই লাইফ - স্মার্ট বচত প্লাস, যা হলো একটা ইণ্ডিভিজুয়াল, নন-লিঙ্কড, পার্টিসিপের্টিং, লাইফ ইন্স্যুরেন্স, সেভিংস প্রোডাক্ট। আপনি এই প্রোডাক্টের অধীনে দুটি বেনিফিট অপশনের মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন, যেমন লাইফ বা লাইফ প্লাস, যেগুলি অন্তর্নির্মিত দুর্ঘটনাজনিত মৃত্যু এবং দুর্ঘটনাজনিত সম্পূর্ণ স্থায়ী অক্ষমতা (AD&ATPD) সুবিধাভাতা-সহ পাওয়া যায়। এটি এছাড়াও আপনাকে আপনার এবং আপনার পরিবার উভয়ের জন্য জীবনের প্রতিটি লক্ষ্যের ক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে প্রিমিয়াম পরিশোধের মেয়াদ এবং পলিসির মেয়াদ নির্বাচন করার সুবিধা এনে দেয়। এটি একটি পার্টিসিপেটিং প্ল্যান হওয়ায়, আপনি ঘোষণা সাপেক্ষে রিভার্শনারি বোনাস ও টার্মিনাল বোনাসের আকারে কোম্পানির ‘পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স বিজনেস' থেকে উদ্ভূত মুনাফার ভাগ পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হন।

মুখ্যাংশ

SBI Life Smart Bachat Plus

Individual, Non-linked, Participating Endowment Assurance Plan

plan profile

Nikhil, a working professional, has chosen this insurance plan to not only financially secure his family in case of an eventuality but also to safeguard his future.

Fill in the form fields below to get a snapshot of how SBI Life – Smart Bachat will benefit you.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Choose your policy term...

Plan

Option A (Life)

Option B (Life Plus)

Channel Type

Premium Payment Option

Policy Term

15 30

A little information about the premium options...

Premium Frequency

Sum Assured

2 Lakh No limit

Premium Paying Term


Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

বৈশিষ্ট্যাবলী

  • আপনার ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে শুরুতে 2টি বেনিফিট অপশনের একটা বেছে নেওয়া
    • অপশন A: লাইফ - এই বেনিফিট অপশন নিয়মিত রিভার্শনারী বোনাসসমূহের সঙ্গে লাইফ কভার এবং সেভিংস প্রদান করে
    • অপশন B: লাইফ প্লাস - লাইফ বেনিফিট অপশনের অধীনে নানা সুবিধালাভের অধিকন্তু, এই বেনিফিট অপশন পলিসি টার্ম চলাকালীন অ্যাক্সিডেন্টাল ডেথ এবং অ্যাক্সিডেন্টাল টোটাল পার্মানেন্ট ডিস্যাবিলিটি'র ওপর অতিরিক্ত কভারেজ এনে দেয়
  • মেয়াদপূর্তির সময় একটি থোক অর্থরাশি পাওয়ার সুবিধা প্রদান করা হয়, যা 'মেয়াদপূর্তিতে আশ্বাসিত অর্থরাশি + কায়েমী রিভার্শনারি বোনাসসমূহ + টার্মিনাল বোনাস, যদি ঘোষণা করা হয়'-এর সমান
  • আপনার সমগ্র পলিসি টার্ম ব্যাপী বা একটা সীমিত সময়কালের জন্যে প্রিমিয়াম দেওয়ার সুযোগ
  • আয়কর আইন, 1961 অধীনে বিদ্যমান নিয়মানুসারে করের সুবিধালাভ$ পান

$সময়-সময়ে পরিবর্তনের সাপেক্ষ, ভারতে প্রযোজ্য আয়কর আইনাদি অনুসারে আপনি আয়কর সুবিধালাভের জন্যে যোগ্য হতে পারেন। পলিসির অধীনে প্রযোজ্য করের সুবিধালাভের ওপর আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করতে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে।

সুযোগসুবিধা

নিরাপত্তা :

  • পলিসি টার্ম চলাকালীন লাইফ কভারের মাধ্যমে সুরক্ষা।

নমনীয়তা :

  • আপনার সমগ্র পলিসি টার্ম (নিয়মিত পেমেন্ট করা) ব্যাপী বা সময়ের (LPPT 7/10/15 বছর) একটা সীমিত সময়কালের জন্যে প্রিমিয়াম পেমেন্ট করা।

সরলতা

  • সরল আবেদনের প্রক্রিয়া এবং ঝঞ্ঝাট-মুক্ত জারি করা সহ স্বাচ্ছন্দ্য সহযোগে কিনুন।

নির্ভরযোগ্যতা :

  • ‘মেয়াদপূর্তিতে আশ্বাসিত অর্থরাশি + কায়েমি রিভার্শনারী বোনাসসমূহ + টার্মিনাল বোনাস, ঘোষিত হলে' তার সমান থোক অর্থরাশিতে মেয়াদপূর্তি সুবিধালাভ পাওয়া।

মৃত্যুজনিত সুবিধালাভ

  1. আপনি ‘লাইফ’ সুবিধালাভ অপশন বেছে নিয়ে থাকলে এবং বিমাকৃত ব্যক্তির মৃত্যুর তারিখের হিসাবে পলিসি বলবৎ থাকলে, নিম্নের উচ্চতরটি প্রদেয়যোগ্য হবে:
    1. মৃত্যুতে আশ্বাসিত অর্থরাশি তৎসহ কায়েমী রিভার্সনারী বোনাসসমূহ তৎসহ টার্মিনাল বোনাস, ঘোষিত থাকলে বা
    2. মৃত্যুর তারিখ পর্যন্ত পেমেন্ট করা# মোট প্রিমিয়ামের 105%

    যেক্ষেত্রে;
    মৃত্যুতে আশ্বাসিত অর্থরাশি হবে আশ্বাসিত অর্থরাশির বা বার্ষিকীকৃত প্রিমিয়ামের 11 গুণের মধ্যে উচ্চতরটা।
    বার্ষিকীকৃত প্রিমিয়াম হবে সমস্ত কর, রাইডার প্রিমিয়াম, দায়গ্রহণকারী বাড়তি প্রিমিয়াম এবং মোডাল প্রিমিয়ামের জন্যে লোডিংস বাদ দিয়ে, এক বছরে প্রদেয়যোগ্য প্রিমিয়াম অর্থরাশি।
    মোট প্রিমিয়াম পেমেন্ট করা হয়েছে মানে যেকোনও বাড়তি প্রিমিয়াম এবং করসমূহ, স্পষ্টভাবে সংগৃহীত হলে, সেটা বাদ দিয়ে, বেস প্রোডাক্টের অধীনে পেমেন্ট করা সমস্ত প্রিমিয়াম।
  2. আপনি ‘লাইফ প্লাস' বেনিফিট অপশন বেছে নিয়ে থাকলে এবং দুর্ঘটনা ব্যতীত কারণের জন্যে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর তারিখের হিসাবে পলিসি বলবৎ থাকলে, উপরে উল্লেখিত বিষয় (i) হিসাবে অর্থের পরিমাণ প্রদেয়যোগ্য হবে।
  3. আপনি ‘লাইফ প্লাস’ সুবিধালাভ অপশন বেছে নিয়ে থাকলে এবং বিমাকৃত ব্যক্তির দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটাতে দুর্ঘটনার তারিখের হিসাবে পলিসি বলবৎ থাকলে, নিম্নলিখিত প্রদেয়যোগ্য হবে :
    1. উপরি বিষয় (i)’য়ে উল্লেখিত মতো একটা অর্থরাশি
      তৎসহ
    2. আশ্বাসিত অর্থরাশির সমান একটা অতিরিক্ত অর্থরাশি প্রদেয়যোগ্য হবে

ডেথ বেনিফিটের পেমেন্টের ক্ষেত্রে, পলিসি সমাপ্ত হবে এবং পলিসির অধীনে আর কোনও সুবিধালাভ পাওয়া যাবে না।

অ্যাক্সিডেন্টাল টোটাল পার্মানেন্ট ডিস্যাবিলিটি বেনিফিট (কেবলমাত্ৰ ‘লাইফ প্লাস' বেনিফিট অপশন অধীনে প্রযোজ্য)

আপনি ‘লাইফ প্লাস’ বেনিফিট অপশন বেছে নিয়ে থাকলে এবং টোটাল পার্মানেন্ট ডিস্যাবিলিটির দিকে নিয়ে যাওয়া দুর্ঘটনার তারিখের হিসাবে পলিসি বলবৎ থাকলে, আশ্বাসিত অর্থরাশির সমান পরিমাণের অর্থ প্রদেয়যোগ্য হবে তৎসহ পলিসি অধীনে প্রদেয়যোগ্য ভবিষ্যৎ প্রিমিয়ামসমূহ (কোনও থাকলে) মকুব হবে।

অ্যাক্সিডেন্টাল টোটাল পার্মানেন্ট ডিস্যাবিলিটি বেনিফিট'র পেমেন্টের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যাণ্ড অ্যাক্সিডেন্টাল টোটাল পার্মানেন্ট ডিস্যাবিলিটি (AD&ATPD) বেনিফিট ছাড়াই পলিসি বজায় থাকবে।

মেয়াদপূর্তি সুবিধালাভ

পলিসি বলবৎ থাকলে এবং পলিসি টার্মের শেষ পর্যন্ত বিমাকৃত ব্যক্তি বেঁচে থাকলে, মেয়াদপূর্তিতে আশ্বাসিত অর্থরাশি তৎসহ কায়েমি রিভার্শনারী বোনাসসমূহ এবং টার্মিনাল বোনাস (ঘোষিত হলে), পলিসি টার্মের শেষে প্রদেয়যোগ্য হবে।
যেক্ষেত্রে, মেয়াদপূর্তিতে আশ্বাসিত অর্থরাশি হয় আশ্বাসিত অর্থরাশির সমান
এসবিআই লাইফ – স্মার্ট বচত প্লাস-এর ঝুঁকির সম্ভাবনা, শর্ত ও নিয়মাবলী সম্পর্কিত আরও বিশদ বিবরণের জন্য নিম্নলিখিত নথিগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন।
SBI Life Smart Bachat Plus Plan
^শেষ জন্মদিনের হিসাবে সকল বয়স উল্লেখ করা হয়েছে।
^^উপরে উল্লিখিত ন্যূনতম প্রিমিয়াম অর্থরাশি হলো করসমূহ এবং অবলিখন লোডিং, কোনও থাকলে সেটা বাদে| বিদ্যমান করের আইনাদি অনুসারে করসমূহ প্রযোজ্য হবে|
#মাসিক ধরণের জন্যে, আগাম হিসাবে 3 মাসের পর্যন্ত রিনিউয়্যাল প্রিমিয়াম পেমেন্ট কেবলমাত্র ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সিষ্টেম (ECS) প্রিমিয়াম প্রদান করতে হবে।
বিমাকৃত ব্যক্তি নাবালক হলে, পলিসি আপনাআপনি 18 বছর বয়স পূর্ণ হওয়ার সঙ্গে বা উহার অবিলম্বে পলিসি বর্ষপূর্তির ওপর বিমাকৃত ব্যক্তির প্রতি কায়েমি হয়ে যাবে আর এমন কায়েমি, কোম্পানী এবং বিমাকৃত ব্যক্তির মধ্যে একটা চুক্তি বিবেচিত হবে|

4A/ver1/12/24/WEB/BEN

*করের সুবিধা:
করের সুবিধালাভ আয়কর আইনাদি অনুসারে এবং সময়ে-সময়ে পরিবর্তন সাপেক্ষ| বিশদ বিবরণের জন্যে, অনুগ্রহ করে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন|
ভারতে প্রযোজ্য আয়কর আইনাদি অনুসারে আয়করের সুবিধালাভ/মকুবের জন্যে আপনি যোগ্য, যেটা সময়-সময়ে পরিবর্তন সাপেক্ষ| এ সম্পর্কে আরো বিবরণের জন্যে আপনি এখানেআমাদের ওয়েবসাইটে দেখতে পারেন|