UIN: 111L142V01
Product Code: 3M
Unit linked, non-participating, insurance plan
Name:
DOB(Assured):
Gender:
Male Female Third GenderStaff:
Yes NoSum Assured
Premium frequency
Premium amount
(excluding taxes)
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
At assumed rate of returns** @ 4%বৈশিষ্ট্যাবলী
সুবিধাসমূহ
##জীবন বিমাকৃতের মৃত্যু ঘটার ঠিক আগের বিগত 2 বছরে কোনও আংশিক প্রত্যাহার করে থাকলে, APW সেই অর্থরাশির সমান হয়|
3M/ver1/09/24/WEB/BEN
**ধরে নেওয়া ফেরৎলাভের রেটসমূহ যথাক্রমে @4% এবং @8% বার্ষিক হারে, সমস্ত প্রযোজ্য মাসুলাদি বিবেচনা করার পরে এইসব হারে কেবলমাত্র দৃষ্টান্তমূলক পরিস্থিতি| এগুলো গ্যারেন্টিযুক্ত নয় এবং তা ফেরৎলাভের উচ্চতর বা নিম্নতর সীমা নয়৷ ইউনিট লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টস্ বাজারগত ঝুঁকি সাপেক্ষ৷ এই চুক্তির অধীনে প্রদত্ত বিভিন্ন ফাণ্ড হ’লো ফাণ্ডগুলোর নাম এবং কোনওভাবেই এইসব প্ল্যানের গুণমান ও তাদের ভবিষ্যৎ সম্ভাবনা বা ফেরৎলাভের ইঙ্গিত করে না৷
ইউনিট লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো প্রচলিত প্রোডাক্টগুলোর থেকে ভিন্নতর এবং ঝুঁকির নানান বিষয় সাপেক্ষ| ইউনিট লিঙ্কড পলিসিগুলোতে দেওয়া প্রিমিয়াম, পুঁজি বাজারের সঙ্গে জড়িত বিনিয়োগের ঝুঁকিসমূহের সাপেক্ষ এবং ফাণ্ডের কার্য্যসম্পাদন ও পুঁজি-বাজারে প্রভাব সৃষ্টিকারী বিষয়গুলোর ওপর ভিত্তি ক’রে ইউনিটসমূহের এনএভি ওঠানামা করতে পারে তথা বিমাকারী/বিমাকৃত তাঁর সিদ্ধান্তগুলোর জন্যে দায়বদ্ধ|
এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড হচ্ছে কেবলমাত্র বিমা কোম্পানীর নাম এবং এসবিআই লাইফ-স্মার্ট ফর্টুন বিল্ডার হচ্ছে ইউনিট লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স চুক্তির নাম আর কোনও ভাবেই চুক্তির গুণমান, তার ভবিষ্যৎ সম্ভাবনা বা ফেরৎলাভের ইঙ্গিত দেয় না| অনুগ্রহ ক’রে আপনার বিমা পরামর্শদাতার বা মধ্যস্থতাকারীর বা বিমা সংস্থার পলিসির দস্তাবেজ থেকে সংযুক্ত থাকা ঝুঁকিসমূহ ও প্রযোজ্য চার্জসমূহ জেনে নিন্|
এই চুক্তির অধীনে দেওয়া নানান ফাণ্ড হ’লো ফাণ্ডগুলোর নাম এবং কোনওভাবেই এইসব ফাণ্ডের গুণমান, তাদের ভবিষ্যৎ সম্ভাবনা তথা ফেরৎলাভের ইঙ্গিত দেয় না| ফাণ্ড অপশন্সের অতীত কার্য্যসম্পাদন ভবিষ্যৎ কার্য্যসম্পাদনের নির্দেশক নয়| এই পলিসির অধীনে প্রদেয়যোগ্য সকল সুবিধালাভ সময়-সময়ে কার্য্যকরী থাকা করের আইনাদি এবং অন্যান্য আর্থিক আইন সাপেক্ষ| বিশদ বিবরণের জন্যে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন|
ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ ক’রে একটা বীমা পলিসি কেনার আগে মন দিয়ে বিক্রয়-পুস্তিকা পড়ে নেবেন|