এসবিআই লাইফ - সরল জীবন বিমা | Life Insurance Protection Plans
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

এসবিআই লাইফ - সরল জীবন বিমা

UIN: 111N128V02

প্রোডাক্ট কোড : 2Q

play icon play icon
এসবিআই লাইফ - সরল জীবন বিমা - Protection Plan

‘‘আপনার প্রিয়জনের সুরক্ষার
কথা চিন্তা করার সময়,
আমাদের বিশ্বাস
করুন|’’

Calculate Premium
একটা স্বতন্ত্র, নন্‌-লিঙ্কড, নন্‌-পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স পিওর রিস্ক প্রিমিয়াম প্রোডাক্ট

এমন সমাধান যা আপনাকে এবং আপনার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত ও স্বাবলম্বী করে তোলে, এমনকি অচিন্ত্যপূর্ব পরিস্থিতিতেও৷ এসবিআই লাইফ - সরল জীবন বিমা ষ্ট্যাণ্ডার্ড নিয়ম ও শর্তাবলী সহ সহজভাবে বোধগম্য হয়৷

মুখ্য বৈশিষ্ট্যাবলী –
  • সাশ্রয়ী মূল্যে ষ্ট্যাণ্ডার্ড টার্ম প্ল্যান সহ আপনার পরিবারের জন্যে সুরক্ষা
  • প্রিমিয়াম পেমেন্ট অপশনসমূহের সুবিধা**
  • আয়কর আইন, 1961’র অধীনে বিদ্যমান থাকা বিধিনিয়ম অনুসারে করের সুবিধালাভ

**একবার, নিয়মিতরূপে বা একটা সীমিত (5/ 10 বছর) সময়কালের জন্যে

মুখ্যাংশ

এসবিআই লাইফ - সরল জীবন বিমা

এসবিআই লাইফ - সরল জীবন বিমা - Protection Plan

Buy Online
বৈশিষ্ট্যাবলী
  • একটা সাশ্রয়ী মূল্যে ষ্ট্যাণ্ডার্ড টার্ম প্ল্যান সহ আপনার পরিবারের জন্যে সুরক্ষা
  • ষ্ট্যাণ্ডার্ড নিয়ম ও শর্তাবলী সহ বোধগম্য করার সহজতা
  • একবার, নিয়মিতরূপে বা একটা সীমিত (5/10 বছর) সময়কালের জন্যে প্রিমিয়াম পে করার সুবিধা|
  • আয়কর আইন, 1961’র অধীনে বিদ্যমান থাকা বিধিনিয়ম অনুসারে করের সুবিধালাভ*


*করের সুবিধালাভ আয়কর আইনাদি অনুসারে হয় এবং সময়ে-সময়ে পরিবর্তন সাপেক্ষ| বিশদ বিবরণের জন্যে অনুগ্রহ ক’রে আপনার কর পরামর্শদাতার পরামর্শ নিন|

উপযোগিতা

সরলতা
  • এই প্রোডাক্টে থাকা ষ্ট্যাণ্ডার্ড নিয়ম ও শর্তাবলী এটাকে সহজে বোধগম্য করেছে
সামর্থ্যতা
  • একটা সমর্থযোগ্য প্রিমিয়ামে সুরক্ষা প্ল্যান ভোগ করা
সুরক্ষা
  • কোনও ঝঞ্ঝাট ছাড়াই আপনার ও আপনার প্রিয়জনের জন্যে আর্থিক সুরক্ষা
নমনীয়তা
  • একবার, নিয়মিতরূপে (পলিসির প্রতি বছর) বা একটা সীমিত সময়কালের (5/10 বছর) জন্যে প্রিমিয়াম পে করা
মৃত্যুজনিত সুবিধালাভ :
  • অপেক্ষার সময়কাল অন্তিমের পর পলিসি মেয়াদ চলাকালীন বা অপেক্ষার সময়কাল চলাকালীন দুর্ঘটনার কারণে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, নমিনী/সুবিধাভোগী মৃত্যুর ক্ষেত্রে প্রাপ্ত আশ্বাসিত অর্থরাশি, থোক অর্থরাশি হিসাবে পাবেন, যেটা হলো :
    • নিয়মিত এবং সীমিত প্রিমিয়াম পেমেন্ট পলিসিগুলোর জন্যে, এটি নিম্নলিখিতগুলির মধ্যে সর্বোচ্চটি হয়
      ক. বার্ষিকীকৃত1 প্রিমিয়ামের 10 গুণ
      খ. মৃত্যুর তারিখের হিসাবে পেড সমস্ত প্রিমিয়ামের 105%
      গ. মৃত্যুর ক্ষেত্রে পেড হবার আশ্বাসিত+ সম্পূর্ণ অর্থরাশি
    • সিঙ্গেল প্রিমিয়াম পলিসিগুলোর জন্যে, এটি নিম্নলিখিতগুলির মধ্যে সর্বোচ্চটি হয়
      ক. সিঙ্গেল প্রিমিয়ামের 125%
      খ. মৃত্যুর ক্ষেত্রে পেড হবার আশ্বাসিত+ সম্পূর্ণ অর্থরাশি
  • অপেক্ষার সময়কাল চলাকালীন, দুর্ঘটনা ছাড়া অন্য কারণে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, নমিনী/সুবিধাভোগী মৃত্যুজনিত সুবিধালাভ প্রাপ্ত করবেন, যা পেড সমস্ত প্রিমিয়ামের 100%-এর সমান, করসমূহ বহির্ভুক্ত, কোনও থাকলে|
 
1বার্ষিকীকৃত প্রিমিয়াম হলো করসমূহ, অবলিখন বাড়তি প্রিমিয়ামসমূহ এবং মোডাল প্রিমিয়ামসমূহের জন্যে লোডিংস, কোনও থাকলে, সেটা বহির্ভুক্ত, একটা পলিসি বছরে প্রদেয়যোগ্য প্রিমিয়ামের মোট অর্থপরিমাণ|
 

মৃত্যুর ক্ষেত্রে পেড হবার আশ্বাসিত সম্পূর্ণ অর্থপরিমাণ হবে বেসিক আশ্বাসিত অর্থরাশির সমান একটা অর্থ পরিমাণ|

উপরি উল্লেখিত প্রিমিয়ামসমূহে অবলিখন সিদ্ধান্তের কারণে পলিসির অন্তর্গত কোনও বাড়তি মাসুলযোগ্য অর্থরাশি শামিল হবে না, কোনও কিছু থাকলে|

জীবদ্দশার সুবিধালাভ :

এই পলিসি জীবদ্দশার কোনও সুবিধালাভ প্রদান করে না|

মেয়াদপূর্তির সুবিধালাভ :

এই পলিসি মেয়াদপূর্তির কোনও সুবিধালাভ প্রদান করে না||

রাইডার সুবিধালাভ :

এই প্রোডাক্টের অন্তর্গত কোনও রাইডার সুবিধালাভ পাওয়া যায় না|

এসবিআই লাইফ - সরল জীবন বিমার ঝুঁকির বিষয়সমূহ, নিয়ম ও শর্তাবলীর ওপর অধিক বিবরণের জন্যে মন দিয়ে নিম্নলিখিত দস্তাবেজ পড়ুন|

এসবিআই লাইফ - সরল জীবন বিমা
^বয়সের সকল উল্লেখ শেষ জন্মদিন হিসাবে বয়স|
$$উপরি দেখানো প্রিমিয়াম হলো প্রযোজ্য করসমূহ এবং অবলিখন অতিরিক্ত বহির্ভুক্ত| বিদ্যমান থাকা করের আইনাদি অনুসারে করসমূহ প্রযোজ্য হবে|
^^মাসিক ধরণের জন্যে, আগাম হিসাবে 3 মাসের পর্যন্ত প্রিমিয়াম প্রদান করতে হবে| রিনিউয়্যাল প্রিমিয়াম পেমেন্ট কেবলমাত্র ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সিষ্টেম (ECS) অথবা NACH-এর মাধ্যমে (যেক্ষেত্রে পেমেন্ট হবে হয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউেন্টর ডেবিট বা ক্রেটিড কার্ড দ্বারা)| মান্থলী স্যালারী সেভিং স্কীম (SSS)-এর জন্যে, 2 মাসের পর্যন্ত প্রিমিয়াম অগ্রিম প্রদান করতে হবে এবং নবীকরণ প্রিমিয়াম পেমেন্ট কেবলমাত্র বেতন থেকে বিয়োগ হওয়ার মাধ্যমে অনুমতিযোগ্য হয়|

2Q/ver2/09/22/WEB/BEN

ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ ক’রে একটা বিক্রয় সঞ্চালন করার পূর্বে মন দিয়ে বিক্রয়-পুস্তিকা পড়ে নেবেন৷৷

*করের সুবিধাগুলি :
করের সুবিধালাভ আয়কর আইনাদি অনুসারে এবং সময়ে-সময়ে পরিবর্তন সাপেক্ষ| বিশদ বিবরণের জন্যে, অনুগ্রহ করে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন| আরো তথ্যের জন্য এখানে ক্লিক করুন।|