এসবিআই লাইফ সিএসসি সরল সঞ্চয় | পরিবর্তনশীল জীবন বিমা প্রকল্প
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

এসবিআই লাইফ - সিএসসি সরল সঞ্চয়

UIN: 111N099V01

পণ্যের কোড: 1J

null

স্বল্প বিনিয়োগে, সুরক্ষিত ও সুখী জীবন লাভ করুন।

  • লাইফ কভারের সাথে সঞ্চয়
  • ত্রৈমাসিক সুদ বৃদ্ধি
  • আংশিক প্রত্যাহারের সুবিধা
স্বতন্ত্র, লিঙ্ক-বিহীন, অংশগ্রহণ না করা, বিভিন্ন বীমা পণ্য

এই প্ল্যানটি চুক্তির প্রথম পাঁচ বছরের মধ্যে কোনো নগদ সুবিধা প্রদান করে না৷ পলিসিধারক পলিসির 5ম বর্ষ শেষ না হওয়া পর্যন্ত এই প্ল্যানটিতে বিনিয়োগ করা অর্থকে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে তুলে নিতে পারবেন না৷

আপনি কি স্বল্পমূল্যের বিনিময়ে সুরক্ষার সাথে মেয়াদ উত্তীর্ণ হবার পর নিশ্চিত লাভ পেতে চান?


এসবিআই লাইফ - সিএসসি সরল সঞ্চয়ের মাধ্যমে সঞ্চয় ও ইন্স্যুরেন্স কভারের দ্বৈত সুবিধা লাভ করুন।

এই প্ল্যানগুলোর মধ্যে রয়েছে –
  • সুরক্ষা -কোনোরকম সম্ভাব্য দুর্ঘটনায় আপনার পরিবারকে আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখতে
  • বিশ্বাসযোগ্যতা - আপনার পলিসি অ্যাকাউন্টে ত্রৈমাসিক বৃদ্ধিপ্রাপ্ত সুদ প্রদান
  • নমনীয়তা - আপনার পলিসি অ্যাকাউন্টের টপ-আপ করা
  • সহজ পদ্ধতি -স্পটেই বীমা করার সুযোগ
  • নগদের সুবিধা -পলিসির 6ষ্ঠ বর্ষ থেকে আংশিক প্রত্যাহারের সুবিধা৷

একটি সুখী জীবন গড়ে তুলতে স্বল্প সঞ্চয় আপনাকে অনেকদূর সহায়তা করে|

হাইলাইট

null

স্বতন্ত্র, লিঙ্ক-বিহীন, অংশগ্রহণ না করা, বিভিন্ন বীমা পণ্য

বৈশিষ্ট্যগুলো
 
  • সঞ্চয় প্ল্যানের সাথে একটি বীমা
  • পলিসি মেয়াদ জুড়েত্রৈমাসিক সুদের সংযোজন
  • টপ-আপ সুবিধা
  • পলিসির জন্য আধার ভিত্তিক আবেদন প্রক্রিয়া
  • পলিসির ষষ্ঠ বর্ষ থেকে আংশিক প্রত্যাহারের সুবিধা পাওয়া যাবে
সুবিধাগুলো
সুরক্ষা
  • একটি প্ল্যানের আওতায় আপনার পরিবারের ভবিষ্যত আর্থিক সুরক্ষা ও আর্থিক সঞ্চয় গড়ে তোলার যৌথ সুবিধা লাভ করুন।
বিশ্বাসযোগ্যতা
  • সমগ্র পলিসির মেয়াদে আপনার আর্থিক বৃদ্ধির জন্য সর্বনিম্ন 1% ফ্লোর রেটে প্রতি বছর বৃদ্ধি পাবে
নমনীয়তা
  • আপনার কর্পাস গড়ে তুলতে একই পলিসিতে অতিরিক্ত ফান্ড বিনিয়োগ বিকল্পটি চয়ন করুন
  • আপনার সুবিধা অনুযায়ী প্রিমিয়াম প্রদানের হার চয়ন করুন
সহজ পদ্ধতি
  • আপনার আধার নম্বর সহ অনলাইনে আবেদন করার সুবিধা
  • আপনার পলিসির অন-স্পট ইস্যুকরণ করাতে যেকোনো সিএসসি তে চলে আসুন
নগদের সুবিধা
  • আপনার নগদ অর্থের প্রয়োজন থাকলে ষষ্ঠ পলিসি বর্ষ থেকে আংশিক প্রত্যাহার করুন
কর সংক্রান্ত সুবিধা পান*
মৃত্যুকালিন সুবিধা
পলিসি মেয়াদ চলাকালীন সময়ে বিমাকারী ব্যক্তির মৃত্যু হ'লে, ইন-ফোর্সে থাকা পলিসির জন্য আমরা নিম্নলিখিত নিয়ম অনুসারে এ, বি, সি এবং ডি এর মধ্যে থেকে সর্বাধিক অর্থরাশি প্রদান করবো:
  • এ) বীমাকৃত রাশি
  • বি) মৃত্যুর তারিখ পর্যন্ত প্রদেয় টপ-আপ প্রিমিয়াম সহ মোট প্রদেয় প্রিমিয়ামের 105%৷
  • সি বার্ষিক 1.00% চক্রবৃদ্ধি হারে মৃত্যুর তারিখ পর্যন্ত প্রদেয় টপ-আপ প্রিমিয়াম সহ মোট প্রদেয় প্রিমিয়াম
  • ডি) আপনার নিজস্ব পলিসি অ্যাকাউন্টে ব্যালেন্স (আইপিএ)
মেয়াদ উত্তীর্ণ হবার পরের লাভ
পলিসির মেয়াদ উত্তীর্ণ সময়ে বিমাকারী ব্যক্তি জীবিত থাকলে, এ অথবা বি এর মধ্যে যেটির পরিমাণ বেশি হবে সেই পরিমাণ অর্থ আমরা প্রদান করবো, যেখানে
  • মেয়াদ উত্তীর্ণ হবার তারিখ পর্যন্ত প্রদেয় টপ-আপ প্রিমিয়াম সহ মোট প্রদেয় প্রিমিয়াম অর্থ বার্ষিক 1.00% চক্রবৃদ্ধি হারে আংশিক প্রত্যাহার মূল্য বাদ দিয়ে হয়ে থাকে৷
  • মেয়াদ উত্তীর্ণ হবার সময়ে আপনার আইপিএ তে ব্যালেন্সের পরিমাণ।

দ্রষ্টব্য: মৃত্যুকালীন ক্ষতিপূরণ বা পলিসির মেয়াদ উত্তীর্ণ সময়ে প্রদেয় সুবিধার ক্ষেত্রে, আইপিএ এর ব্যালেন্স থেকে ত্রৈমাসিকের অবশিষ্ট পরিমাণের জন্য প্রযোজ্য সুদের অগ্রিম অর্থমূল্য বাদ দেওয়া হবে৷
কর সুবিধাসমূহ
  • আয়কর আইন, 1961 এর 80 সি ধারা অনুসারে প্রদত্ত প্রিমিয়াম অনুযায়ী কর ছাড় পাওয়া যাবে৷ যাইহোক, কোনো আর্থিক বছরে প্রদেয় প্রিমিয়াম অর্থ যদি প্রকৃত ক্যাপিটাল বিমাকৃত অর্থরাশির 10% অতিক্রম করে, তাহলে কর ছাড়ের সুবিধাটি বিমাকৃত অর্থরাশির 10% পর্যন্তই সীমিত থাকবে৷
  • পলিসির মেয়াদকালে যদি কোনো আর্থিক বছরে প্রদেয় প্রিমিয়াম অর্থ প্রকৃত ক্যাপিটাল বিমাকৃত অর্থরাশির 10% অতিক্রম না করে, তাহলে আয়কর আইন, 1961 এর 10(10ডি) ধারার অধীনে আয়কর ছাড় পাওয়া যাবে৷
  • সময়ে সময়ে পরিবর্তিত আয়কর আইনের প্রযোজ্য নিয়ম অনুসারে কর সুবিধা পাওয়া যাবে। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আপনার কর উপদেষ্টার সাথে আলোচনা করুন৷

বিক্রয় সম্বন্ধিত সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি, শর্ত ও নিয়মাবলী বিষয়ক অধিক বিবরণের জন্য অনুগ্রহ করে বিক্রয় প্রচারপত্রটিকে মনোযোগ দিয়ে পড়ুন৷
এসবিআই – সিএসসি সরল সঞ্চয়ের, ঝুঁকির সম্ভাবনা, শর্ত ও নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, নিম্নলিখিত নথিগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
null
*বয়স সম্পর্কিত সমস্ত তথ্য গত জন্মদিনের বয়স অনুসারে করা হয়েছে৷

1T.ver.02-06/17 WEB BEN

ঝুঁকি, শর্ত এবং নিয়মাবলী সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কেনার আগে অনুগ্রহ করে বিক্রয় পুস্তিকাটিকে মনোযোগ সহকারে পড়ুন।

*কর সংক্রান্ত:
কর সুবিধাসময়ে সময়ে পরিবর্তিত আয়কর আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আপনার কর উপদেষ্টার সাথে পরামর্শ করুন।
প্ল্যান সম্পর্কিতসুবিধাগুলির অধীনে প্রতিটি পণ্য সংক্রান্ত পৃষ্ঠাতে আরো একটি অতিরিক্ত কর সংক্রান্ত দাবিত্যাগ রয়েছে। সময়ে সময়ে পরিবর্তিত ভারতের প্রযোজ্য আয়কর আইন অনুযায়ী আপনি আয়কর সুবিধা/ছাড়পাবেন। আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখতে পারেন। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আপনার কর উপদেষ্টার সাথে পরামর্শ করুন।