Annuity Plan - Buy SBI Life Smart Annuity Plus Plan | SBI Life
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

এসবিআই লাইফ - স্মার্ট অ্যানুইটি প্লাস

UIN: 111N134V09

Product Code: 2W

play icon play icon
Smart Annuity Plus insurance Premium Details

আর্থিক
স্বাবলম্বীতার জন্যে
একবার পে করুন|

Calculate Premium
একটা স্বতন্ত্র, নন্‌-লিঙ্কড, নন্‌-পার্টিসিপেটিং, জেনারেল অ্যানুইটি প্রোডাক্ট।

এসবিআই লাইফ - স্মার্ট অ্যানুইটি প্লাস দ্বারা প্রদত্ত নিয়মিত গ্যারেন্টিযুক্ত আয় সহযোগে চিন্তা মুক্ত রিটায়ারমেন্ট অর্জন করুন। এটা একটা অ্যানুইটি প্ল্যান, যেটা তাৎক্ষনিক এবং বিলম্বিত এই দুই অ্যানুইটির বিকল্পের সঙ্গে-সঙ্গে যৌথ লাইফ এর বিকল্পও প্রদান করে, যা আপনার স্বচ্ছন্দ্যের রিটায়ার্ড জীবন সুনিশ্চিত করার সাথে সাথে আপনার প্রিয়জনকে আর্থিকভাবে সুরক্ষিত করে।

মুখ্য সুবিধালাভ:
  • গ্যারেন্টিযুক্ত আজীবনের নিয়মিত আয় পাওয়া যায় 30 বছর বয়স থেকে^
  • অ্যানুইটি বিকল্পসমূহের ব্যাপক সম্ভার থেকে বেছে নেওয়ার স্বাধীনতা
  • বড় অঙ্কের প্রিমিয়ামের ক্ষেত্রে উচ্চতর অ্যানুইটি পেআউটের সুবিধালাভ

^ প্রোডাক্ট কনর্ভাশন, NPS করপাস থেকে এবং QROPS করপাস থেকে কেনা, ব্যতীত তাৎক্ষনিক অ্যানুইটির বিকল্পের জন্য কেবলমাত্র প্রযোজ্য হয়। ভারতে বিদ্যমান আয়কর আইনাদি অনুসারে অ্যানুইটিসমূহ করযোগ্য, যেটা সময়-সময়ে পরিবর্তন সাপেক্ষ। বিশদ জানতে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন। অধিক বিবরণের জন্যে,এখানে ক্লিক করুন৷

মুখ্য বিষয়গুলি

স্মার্ট অ্যানুইটি প্লাস

এসবিআই লাইফ - স্মার্ট অ্যানুইটি প্লাস

plan profile

Mrs. Verma, a retired professional, can spend her time enjoying the hobbies she loves, with this annuity plan.

Fill in the form fields below to create a roadmap for a happy retirement with SBI Life – Smart Annuity Plus.

Name:

DOB:

Gender:

Male Female Third-Gender

Discount:

Staff Non Staff

Explore the Policy option...

Annuity Plan Type

Deferred Annuity
Immediate Annuity

Source of Business

Life Type

Single Life
Joint Life

Channel Type

Mode of Annuity Payout


Choose your payment options

You want to opt for?

Annuity Payout Amount
Premium Amount

Annuity Amount (incl. applicable taxes)

Advance Annuity Payout

Yes
No

If Yes, from which date?


Choose your annuity options

Annuity Options


Reset
annuity payout amount

Annuity Payout Amount


annuity frequency

Annuity frequency


annuity option

Annuity Option


purchase price

Purchase Price

Give a Missed Call

মুখ্য বৈশিষ্ট্যাবলী

  • অ্যানুইটির বিকল্পের বিরাট ব্যাপক সম্ভার থেকে বেছে নেওয়ার স্বাধীনতা৷
  • গ্যারেন্টিযুক্ত আজীবন নিয়মিত আয় উপভোগ করা৷
  • তাৎক্ষনিক অথবা বিলম্বিত অ্যানুইটি প্রাপ্ত করার বিকল্প।
  • চক্রবৃদ্ধি হারে ক্রমবর্ধমান অ্যানুইটির সুবিধালাভ পাওয়ার বিকল্প।
  • বড় অঙ্কের প্রিমিয়ামের জন্য উচ্চতর অ্যানুইটি হারের সুবিধালাভ করা।@
  • অ্যানুইটি পেআউটের পুনরাবৃত্তি বেছে নেওয়ার বিকল্প  - মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাষিক বা বার্ষিক।
  • কেবলমাত্র সুনির্দিষ্ট অ্যানুইটির বিকল্পগুলোর অধীনে রিটার্ণ অফ পার্চেজ প্রাইস বা ব্যালেন্স পারচেজ প্রাইসের বিকল্প পাওয়া যায়।

@বিশদ বিবরণের জন্যে, বিক্রয় সংক্রান্ত ব্রোসিওরে ‘উচ্চতর পারচেজ প্রাইসের জন্য ইনসেন্টিভ’ বিভাগ দেখুন।
এই প্রোডাক্ট অনলাইন সেলসের জন্যে পাওয়া যায়।

সুযোগসুবিধা

সুরক্ষা

  • আপনার রিটায়ারমেন্ট উপভোগ করতে আর্থিক স্বাধীনতা
 

বিশ্বস্ততা

  • আপনার ব্যয়াদি পূরণ করতে নিয়মিত আয়
 

নমনীয়তা

  • একটা সম্ভাব্য দুর্ঘটনার ক্ষেত্রে একজন পারিবারিক সদস্যের জন্যে অ্যানুইটি/পেনশন সুনিশ্চিত করে
  • আপনার পছন্দ অনুসারে পুনরাবৃত্ত আয় প্রাপ্ত হোন

করের সুবিধালাভ করুন*

এই প্রোডাক্টের অন্তর্গত দুই প্রকারের অ্যানুইটি পাওয়া যায়।

1. লাইফ অ্যানুইটি (একক ব্যক্তি) :

  • লাইফ অ্যানুইটি (বিকল্প 1.1): অ্যানুইট্যান্টের জীবনের জন্যে অটল হারে অ্যানুইটি প্রদেয় হয় এবং মৃত্যুর ক্ষেত্রে অবিলম্বে সমাপ্ত হয় আর চুক্তির অবসান হয়।
  • ক্রয় মূল্যের ফেরৎ সহ লাইফ অ্যানুইটি** (বিকল্প 1.2): অ্যানুইট্যান্টের জীবনের জন্যে অটল হারে অ্যানুইটি প্রদেয় হয়, যেটা মৃত্যুর ক্ষেত্রে সমাপ্ত হয় আর ক্রয় মূল্য নমিনীকে ফেরৎ দেওয়া হয় এবং চুক্তি র অবসান হয়।
  • ব্যালেন্স ক্রয় মূল্যের ফেরৎ সহ লাইফ অ্যানুইটি# (বিকল্প 1.3): অ্যানুইট্যান্টের সমগ্র জীবনব্যাপী একটা অটল হারে অ্যানুইটি প্রদেয় হয়। মৃত্যুর ক্ষেত্রে, ব্যালেন্স ক্রয় মূল্য# (যেটা ইতিমধ্যে অ্যানুইট্যান্ট দ্বারা প্রাপ্ত হওয়া অ্যানুইটি প্রদানের মোট অর্থরাশি বাদ দিয়ে ক্রয় মূল্যের, যদি কিছু থাকে, তার সমান হবে)। যদি এই ব্যালেন্স ইতিবাচক না হয়, তাহলে কোনো মৃত্যুজনিত সুবিধালাভ প্রদান করা হবে না, সকল ভবিষ্যৎ অ্যানুইটি পেআউট অবিলম্বে সমাপ্ত হয় আর চুক্তির অবসান হয়।
  • 3% (বিকল্প 1.4) বা 5% (বিকল্প 1.5) বার্ষিক সরল হারে বৃদ্ধি সহ লাইফ অ্যানুইটি: অ্যানুইট্যান্টের সমগ্র জীবনব্যাপী একটা ক্রমবর্ধমান অ্যানুইটি প্রদেয় হয়, যেটা বেছে নেওয়া বিকল্প অনুসারে, প্রত্যেক সম্পূর্ণ পলিসি বছরের জন্যে বার্ষিক 3% বা 5%-এর একটা সরল হারে বৃদ্ধি পায়। অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে, সকল ভবিষ্যৎ পেআউট অবিলম্বে সমাপ্ত হয় আর চুক্তি র অবসান হয়।
  • 10 বছরের (বিকল্প 1.6) বা 20 বছরের (বিকল্প 1.7) একটা সুনির্দিষ্ট সময়কাল সহ লাইফ অ্যানুইটি: বেছে নেওয়া বিকল্প অনুসারে, 10 বা 20 বছরের একটা নির্দিষ্ট সময়কালের জন্যে, একটা অটল হারে অ্যানুইটি প্রদেয় হয়; এবং তারপর সম অ্যানুইটি অর্থরাশি অ্যানুইট্যান্টের সমগ্র জীবন ব্যাপী প্রদেয় হয়।
    দৃশ্যপট 1 : অ্যানুইট্যান্ট 10 বা 20 বছরের পূর্ব-নির্ধারিত সময়কালের মধ্যে মারা গেলে, বেছে নেওয়া সময়কালের শেষ পর্যন্ত নমিনীকে তখনও অ্যানুইটি পেআউটস প্রদান করা হতে থাকবে, তারপর অ্যানুইটি পেআউট সমাপ্ত হবে এবং চুক্তি র অবসান হবে।
    দৃশ্যপট 2 : অ্যানুইট্যান্ট 10 বা 20 বছরের পূর্ব-নির্ধারিত সময়কালের পরে মারা গেলে, অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে অবিলম্বে অ্যানুইটি পেআউট সমাপ্ত হবে এবং চুক্তি র অবসান হবে।
  • 3% (বিকল্প 1.8) বা 5% (বিকল্প 1.9) বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি সহ লাইফ অ্যানুইটি: অ্যানুইট্যান্টের সমগ্র জীবনব্যাপী একটা ক্রমবর্ধমান অ্যানুইটি প্রদেয় হয়, বেছে নেওয়া বিকল্প অনুসারে, প্রত্যেক সম্পূর্ণ হওয়া পলিসি বছরের জন্যে বার্ষিক 3% বা 5%-এর একটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে, সকল ভবিষ্যৎ অ্যানুইটি পেআউট অবিলম্বে সমাপ্ত হয় আর চুক্তির অবসান হয়।
  • ক্রয় মূল্যের ফেরৎ সহ বিলম্বিত লাইফ অ্যানুইটি** (অপশন 1.10) :
    i)মুলতবি সময়কাল শেষের পর অ্যানুইট্যান্টের সমগ্র জীবনব্যাপী একটা অটল হারে অ্যানুইটি প্রদেয় হয়।
    ii)মুলতবি সময়কাল চলাকালীন অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে, মৃত্যুজনিত সুবিধালাভ নমিনীকে প্রদেয় হয়, যেটা নিম্ন বিষয়গুলির থেকে উচ্চতর হবে :
    ক. ক্রয় মূল্যের 100% যুক্ত (+) মৃত্যু পর্যন্ত জমা হওয়া নিশ্চিত সংযোজন বিযুক্ত
    খ. ক্রয় মূল্যের 105%। এবং সকল ভবিষ্যৎ সুবিধালাভ/অ্যানুইটি প্রদান অবিলম্বে সমাপ্ত হয় এবং চুক্তির অবসান হয়।
    iii)মুলতবি সময়কাল শেষের পর অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে, মৃত্যুজনিত সুবিধালাভ নমিনীকে প্রদেয় হয়, যেটা নিম্ন বিষয়গুলির থেকে উচ্চতর হবে :
    ক. ক্রয় মূল্যের 100% যুক্ত (+) মুলতবি সময়কাল চলাকালীন জমা হওয়া নিশ্চিত সংযোজন বিযুক্ত (-) অ্যানুইট্যান্টের মৃত্যুর তারিখ পর্যন্ত প্রদান করা মোট অ্যানুইটি।
    খ. ক্রয় মূল্যের 100%। এবং সকল ভবিষ্যৎ সুবিধালাভ/অ্যানুইটি প্রদান অবিলম্বে সমাপ্ত হয় এবং চুক্তির অবসান হয়।
    iv) যেখানে প্রতি মাসের নিশ্চিত সংযোজন = এক পলিসি বছরে প্রদেয় মোট অ্যানুইটি/12.
    v) মুলতবি সময়কাল চলাকালীন প্রত্যেক পলিসি বছরের শেষে জমা হওয়া নিশ্চিত সংযোজন।
 

2. লাইফ অ্যানুইটি (দুইজন ব্যক্তির ক্ষেত্রে) :

  • লাইফ এবং লাস্ট সার্ভাইভার 100% অ্যানুইটি (বিকল্প 2.1): প্রাথমিক অ্যানুইট্যান্ট জীবিত থাকা পর্যন্ত একটা অটল হারে অ্যানুইটি প্রদেয় হয়। প্রাথমিক অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে, শেষ প্রদত্ত অ্যানুইটি 100% জীবিত দ্বিতীয় অ্যানুইট্যান্ট সমগ্র জীবনব্যাপী প্রাপ্ত হবেন। শেষ জীবিত জনের মৃত্যুর ক্ষেত্রে, অ্যানুইটি প্রদান অবিলম্বে সমাপ্ত হয় এবং চুক্তির অবসান হয়। দ্বিতীয় অ্যানুইট্যান্ট যদি প্রাথমিক অ্যানুইট্যান্টের পূর্বে মারা যান, তাহলে প্রাথমিক অ্যানুইট্যান্টের মৃত্যুর পর কিছুই প্রদেয় হয় না এবং চুক্তি সমাপ্ত হয়।
  • ক্রয় মূল্যের ফেরৎ সহ লাইফ এবং লাস্ট সার্ভাইভার 100% অ্যানুইটি** (বিকল্প 2.2) : প্রাথমিক অ্যানুইট্যান্ট জীবিত থাকা পর্যন্ত একটা অটল হারে অ্যানুইটি প্রদেয় হয়। প্রাথমিক অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে, শেষ অ্যানুইটি প্রদানের 100% জীবিত দ্বিতীয় অ্যানুইট্যান্ট সমগ্র জীবনব্যাপী প্রাপ্ত হবেন। শেষ জীবিত জনের মৃত্যুর ক্ষেত্রে, আমরা নমিনীকে ক্রয় মূল্য ফেরৎ দেবো, সকল ভবিষ্যৎ অ্যানুইটি পেআউট অবিলম্বে সমাপ্ত হবে এবং চুক্তির অবসান হবে।
  • ক্রয় মূল্যের ফেরৎ সহ বিলম্বিত লাইফ এবং লাষ্ট সার্ভাইভার অ্যানুইটি** (বিকল্প 2. 3) :
    i)মুলতবি সময়কাল শেষের পর প্রাথমিক অ্যানুইট্যান্ট জীবিত থাকা পর্যন্ত একটা অটল হারে অ্যানুইটি প্রদেয় হয়।
    ii)প্রাথমিক অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে, দ্বিতীয় অ্যানুইট্যান্ট (সেই সময় জীবিত থাকলে) একটা লাইফ অ্যানুইটি প্রাপ্ত হবেন, যেটা বেছে নেওয়া হিসাবে, প্রাথমিক অ্যানুইট্যান্টকে প্রদান করা শেষ অ্যানুইটির 100% হবে। দ্বিতীয় অ্যানুইট্যান্ট যদি প্রাথমিক অ্যানুইট্যান্টের পূর্বে মারা যান, তাহলে প্রাথমিক অ্যানুইট্যান্টের মৃত্যুর ক্ষেত্রে অ্যানুইটি প্রদান করা সমাপ্ত হবে।
    iii)মুলতবি সময়কাল চলাকালীন শেষ জীবিত জনের মৃত্যুর ক্ষেত্রে, মৃত্যুজনিত সুবিধালাভ নমিনীকে প্রদেয় হয়, যেটা নিম্ন বিষয়গুলির থেকে উচ্চতর হবে :
    ক. ক্রয় মূল্যের 100% যুক্ত (+) মৃত্যুর তারিখ পর্যন্ত জমা হওয়া নিশ্চিত সংযোজন।
    খ. ক্রয় মূল্যের 105%। এবং সকল ভবিষ্যৎ সুবিধালাভ/অ্যানুইটি প্রদান অবিলম্বে সমাপ্ত হয় এবং চুক্তির অবসান হয়।
    iv) মুলতবি সময়কাল শেষের পর শেষ জীবিত জনের মৃত্যুর ক্ষেত্রে, মৃত্যুজনিত সুবিধালাভ নমিনীকে প্রদেয় হয়, যেটা নিম্ন বিষয়গুলির থেকে উচ্চতর হবে :
    ক. ক্রয় মূল্যের 100% যুক্ত (+) মুলতবি সময়কাল চলাকালীন জমা হওয়া নিশ্চিত সংযোজন বিযুক্ত (-) শেষ জীবিত জনের মৃত্যুর তারিখ পর্যন্ত প্রদান করা মোট অ্যানুইটি।
    খ. ক্রয় মূল্যের 100%| আর সকল ভবিষ্যৎ সুবিধালাভ/অ্যানুইটি প্রদান অবিলম্বে সমাপ্ত হয় এবং চুক্তির অবসান হয়।
    v)যেখানে প্রতি মাসে নিশ্চিত সংযোজন = এক পলিসি বছরে প্রদেয় মোট অ্যানুইটি/12
    vi) মুলতবি সময়কাল চলাকালীন প্রত্যেক পলিসি মাসের শেষে জমা হওয়া নিশ্চিত সংযোজন।

**ক্রয় মূল্য মানে পলিসির অধীনে প্রিমিয়াম (প্রযোজ্য করসমূহ, অন্যান্য বিধিবদ্ধ লেভী কোনো থাকলে তা বহির্ভূক্ত)।
#ব্যালেন্স ক্রয় মূল্য = বর্তমান তারিখ পর্যন্ত করা অ্যানুইটি প্রদান বাদ দিয়ে প্রিমিয়াম (প্রযোজ্য করসমূহ, অন্যান্য বিধিবদ্ধ লেভী কোনও থাকলে তা বহির্ভূক্ত)। এটা নেতিবাচক হওয়ার ক্ষেত্রে, মৃত্যুজনিত কোনও সুবিধালাভ প্রদেয় হবে না। ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ করে একটা বীমা পলিসি কেনার আগে মন দিয়ে বিক্রয়-পুস্তিকা পড়ে নেবেন।

এসবিআই লাইফ- স্মার্ট অ্যানুইটি প্লাসের ঝুঁকির বিষয়সমূহ, নিয়ম ও শর্তাবলীর ওপর অধিক বিবরণের জন্যে মন দিয়ে নিম্নলিখিত নথিগুলি পড়ুন -

Smart Annuity Plus insurance Premium Details
*ন্যাশনাল পেনশন স্কিম (NPS) সাবস্ক্রাইবারদের প্রয়োজনীয়তা পূরণের জন্য স্কিমে প্রবেশের সময় নিম্নতর ও উচ্চতর বয়েসের অনুমতি প্রদান করা হবে যেক্ষেত্রে NPS থেকে এই ক্রয় বিদ্যমান PFRDA নির্দেশিকা অনুযায়ী করা হয়েছে।

দ্রষ্টব্য : 30 বছর বয়সের নীচে অ্যানুইট্যান্ট(গণ) কেবলমাত্র গ্রহণযোগ্য হবেন, যেক্ষেত্রে সুপারঅ্যানুয়েশন স্কীমগুলোর ক্ষেত্রে কোম্পানী বা নিয়োগকর্তা-কর্মচারী ঘটনাদির দ্বারা একটা চুক্তি জারি করা বা প্রশাসনগত থেকে কার্যবিধির ক্ষেত্রে, যেখানে একটা অ্যানুইটি বাধ্যতামূলক কেনার প্রয়োজন হয় বা সরকারি যোজনাসমূহ, কর্মচারীগণ বা সুবিধাভোগীগণ জড়িত থাকা বিশেষ পরিস্থিতিসমূহের ক্ষেত্রে।

উপরি সকল উদাহরণে জয়েন্ট লাইফ অ্যানুইটির জন্যে বয়সের সীমা উভয় ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ হয়। জয়েন্ট লাইফ অ্যানুইটির ক্ষেত্রে, প্রাথমিক এবং পরবর্তী ব্যক্তির মধ্যে অনুমোদিত সর্বাধিক বয়সের পার্থক্য হলো 30 বছর।

2W/ver1/01/25/WEB/BEN

ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ করে একটা বীমা পলিসি কেনার আগে মন দিয়ে বিক্রয়-পুস্তিকা পড়ে নেবেন।

*কর ছাড়ের সুবিধা :
করের সুবিধালাভ আয়কর আইনাদি অনুসারে এবং সময়ে-সময়ে পরিবর্তন সাপেক্ষ। বিশদ বিবরণের জন্যে, অনুগ্রহ করে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন।

ভারতে প্রযোজ্য আয়কর আইনাদি অনুসারে আয়কর সুবিধালাভ/রেহাইয়ের জন্যে আপনি যোগ্য হতে পারেন। যা সময় সময় পরিবর্তন সাপেক্ষ। অধিক বিবরণের জন্যে, এখানে ক্লিক করুন৷ বিশদ বিবরণের জন্যে, অনুগ্রহ করে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন।

অ্যানুইট্যান্ট দ্বারা বেছে নেওয়া অ্যানুইটির বিকল্প এবং অ্যানুইটি প্রদানের ধরণের ওপর অ্যানুইটি সুবিধালাভ নির্ভর করে তথা অ্যানুইটি কেনার সময় বিদ্যমান থাকা অ্যানুইটি হারসমূহ অ্যানুইট্যান্ট(সমূহ)’কে প্রদান করা হবে।