UIN: 111N083V11
Product Code: 22
একটি চিরাচরিত, অংশগ্রহণহীন অ্যানুইটি প্ল্যান
বৈশিষ্ট্যসমূহ
সুযোগ-সুবিধাসমূহ
ব্যালেন্সড2 ক্যাপিটাল ফেরত্সহ আজীবন আয়: সমগ্র জীবনভর একটা অটল হারে অ্যান্যুইটি প্রদেয়যোগ্য হয়| মৃত্যুতে, অবশিষ্ট ক্যাপিটাল (ইতিবাচকের ক্ষেত্রে) প্রদান করা হবে৷
3% বা 5% বার্ষিক বৃদ্ধিসহ আজীবন আয় : প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্যে 3% বা 5%-এর একটা সরল হারে অ্যান্যুইটি পেআউট বাড়ে এবং অ্যান্যুইট্যান্টের সমগ্র জীবনভর প্রদেয়যোগ্য হয়| মৃত্যুর ক্ষেত্রে সমস্ত ভবিষ্যত্ অ্যান্যুইটি পেআউট ক্ষান্ত হয় এবং চুক্তি সমাপ্ত হয়
5, 10, 15 বা 20 বছরের সুনির্দিষ্ট সময়কালসহ আজীবন আয় এবং তারপরে জীবন :
লাইফ অ্যান্যুইটি (দু’জনের): অ্যান্যুইট্যান্টদের সমগ্র জীবনভর একটা অটল হারে অ্যান্যুইটি পেআউট চলতে থাকবে| আপনি নিম্ন অপশনসমূহ থেকে পছেন্দরটা বেছে নিতে পারেন :
এনপিএস- ফ্যামিলি অপশন : এই অপশন কেবলমাত্র এনপিএস সাবষ্ক্রাইবারদের জন্যে বিশেষরূপে পাওয়া যায়, অধিক বিবরণের জন্যে অনুগ্রহ করে এনপিএস ফ্লায়ার দেখুন।
1ক্যাপিটাল যার মানে হবে পলিসির অধীনে প্রিমিয়াম (করসমূহ, অন্যান্য বিধিবদ্ধ লেভী, কোনও থাকলে, বহির্ভুক্ত) |
2ব্যালেন্সড ক্যাপিটাল - (করসমূহ, অন্যান্য বিধিবদ্ধ লেভী, কোনও থাকলে, বহির্ভুক্ত) - তারিখ পর্যন্ত করা অ্যান্যুইটি পেআউটস| এটা নেতিবাচক হওয়ার ক্ষেত্রে, কোনও মৃত্যুজনিত সুবিধালাভ প্রদেয়যোগ্য হবে না।
বেছে নেওয়া অ্যান্যুইটি অনুসারে অ্যানুইটি প্রদেয়যোগ্য, প্রত্যেক অপশনের অন্তর্গত সবিশদ সুবিধালভের জন্যে অনুগ্রহ করে প্রোডাক্ট ব্রোশিয়ার দেখুন।
*করের সুবিধাগুলি
আয়করের সুবিধালাভ/ছাড় পাওয়া ভারতে প্রযোজ্য আয়কর আইনাদি অনুসারে, যেটা সময় সময়ে পরিবর্তন সাপেক্ষ|পরবর্তী আরো বিবরণের জন্যে আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন| অনুগ্রহ করে বিশদ বিবরণের জন্যে আপনার কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন ৷
ঝুঁকির বিষয়াদি, নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে অধিক বিবরণের জন্যে অনুগ্রহ ক’রে একটা বীমা পলিসি কেনার আগে মন দিয়ে বিক্রী-পুস্তিকা পড়ে নেবেন।
এসবিআই লাইফ-অ্যান্যুইটি প্লাসের ঝুঁকির বিষয়সমূহ, নিয়ম ও শর্তাবলীর ওপর অধিক বিবরণের জন্যে মন দিয়ে নিম্নলিখিত দস্তাবেজ পড়ুন ।
NW/22/ver1/02/22/WEB/BEN