মাইক্রো ইন্সিওরেন্স প্ল্যান - এসবিআই লাইফ শক্তি | 50% রিটার্ন হার
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

এসবিআই লাইফ - শক্তি

UIN: 111N038V03

পণ্যের কোড: 095

null

মেয়াদপূর্তিতে প্রিমিয়ামের 50% ফেরৎলাভ সহ একটা গ্রুপ মাইক্রো মেয়াদি বিমা প্রোডাক্ট

  • সামর্থযোগ্য বিমা সুরক্ষা
  • আচ্ছাদিত অর্থরাশির নমনীয়তা
  • মেয়াদপূর্তিতে প্রিমিয়ামের ফেরৎলাভ
মেয়াদপূর্তিতে 50% প্রিমিয়ামের ফেরৎলাভ সহ একটা নন্-লিঙ্কড, নন্-পার্টিসিপেটিং গ্রুপ মাইক্রো মেয়াদি বিমা প্রোডাক্ট

আপনি কী একটা মাইক্রো ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট বা একটা নন্-গভর্মেন্টাল অর্গ্যানাইজেশন হিসাবে আপনার মেম্বারদের জীবনের সুরক্ষা করতে সামর্থযোগ্য প্ল্যান্সের সন্ধান করছেন?

এসবিআই লাইফ-শক্তি আপনার মেম্বারদের সুরক্ষা প্রদান করতে বিশেষভাবে তৈরী করা হয়েছে| অধিকন্তু, মেয়াদপূর্তিতে, তাঁরা পেড প্রিমিয়ামের 50% ফেরৎলাভ প্রাপ্ত করবেন|

এসবিআই লাইফ-শক্তি প্ল্যান প্রদান করে –
  • সুরক্ষা - সম্ভাব্য দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে আপনার সদস্য এবং তাদের পরিবারের জন্য সুরক্ষা প্রদান করে
  • ভরসাযোগ্যতা - মেয়াদপূর্তিতে পেড প্রিমিয়ামের 50% ফেরৎলাভের মাধ্যমে
  • নমনীয়তা - আপনার মেম্বারদের প্রয়োজন অনুসারে আশ্বাসিত অর্থরাশি বেছে নেওয়া
  • ক্রয়ক্ষমতা - যুক্তিসঙ্গত প্রিমিয়াম মূল্য

আপনার মেম্বারদের আর্থিক নির্ভরশীলতার উদ্দেশ্যে তাঁদের সফরে সহায়তা দিন| মুখ্যাংশ

হাইলাইট

null

লিঙ্কহীন এবং অংশগ্রহণহীন গোষ্ঠীভিত্তিক মাইক্রো বিমা পণ্য

বৈশিষ্ট্য

  • গ্রুপের জন্যে প্রদত্ত জীবন সুরক্ষা
  • মেয়াদপূর্তিতে পেড প্রিমিয়ামের 50% ফেরৎলাভ
  • মেম্বারের প্রয়োজন অনুযায়ী আশ্বাসিত অর্থরাশি বেছে নেওয়া, যা টাঃ 2,00,000 পর্যন্ত আওতাভুক্ত
  • সামর্থযোগ্য প্রিমিয়াম অর্থরাশির সীমা

সুবিধাসমুহ

সুরক্ষা
  • গ্রুপ মেম্বারদের প্রতি ঝুঁকি সুরক্ষা এবং সম্ভাব্য ঘটনার ক্ষেত্রে তাঁদের পরিবারকে সুরক্ষা প্রদান করে
বিশ্বাসযোগ্যতা
  • মেয়াদপূর্তিতে পেড প্রিমিয়ামের 50% ফেরৎলাভের মাধ্যমে আপনার মেম্বারদের জন্যে সুনিশ্চিত সুবিধালাভ
নমনীয়তা
  • আপনার গ্রুপ মেম্বারদের আর্থিক প্রয়োজন অনুসারে তাঁদের সুরক্ষা দেওয়া
ক্রয়ক্ষমতা
  • একটা ন্যায্য খরচে আপনার গ্রুপ মেম্বারদের প্রতি বিমা সুবিধালাভ প্রদান করে
মৃত্যুজনিত সুবিধালাভ :
পলিসি মেয়াদ চলাকালীন জীবন বিমাকৃতের মৃত্যুর ঘটনাতে, বেছে নেওয়া মতো আশ্বাসিত অর্থরাশি প্রদেয়যোগ্য হবে|
মেয়াদপূর্তির সুবিধালাভ :
পলিসি মেয়াদের শেষ অবধি জীবন বিমাকৃতের জীবদ্দশার ক্ষেত্রে, পেড মোট প্রিমিয়ামসমূহের 50% (প্রযোজ্য করসমূহ বহির্ভুক্ত) ফেরৎ দেওয়া হবে৷
অন্যান্য তথ্য
  • সমর্পণ
    মেম্বার প্রথম পলিসি বছরের পরে এবং মেয়াদপূর্তির তারিখের পূর্বে যেকোন সময়ে একটা বলবৎ থাকা বা পেড-আপ পলিসি অন্তিম করতে পারেন একটা সমর্পণ মূল্যের জন্যে পলিসি সমর্পণ করার দ্বারা পুরো 2 বছরের প্রিমিয়াম পেড হয়ে থাকার শর্তে ৷
  • ছাড়ের মেয়াদ
    প্রিমিয়ামের অন্তিম তারিখ থেকে 30 দিনের একটা অনুগ্রহ সময়কাল অনুমতিযোগ্য হবে|
  • পেড-আপ মূল্য
    অনুগ্রহ সময়কালের মধ্যে বিমাকৃত সদস্য প্রিমিয়াম পে করতে সক্ষম না হওয়ার ক্ষেত্রে, তিনি তখনও সুরক্ষিত থাকবেন, কিন্তু একটা কম হওয়া মৃত্যুজনিত/মেয়াদপূর্তির সুবিধালাভের জন্যে| প্রথম দু’বছরের প্রিমিয়ামগুলো পেড হওয়া থাকলেই বিমা সুরক্ষা কেবলমাত্র পেড-আপ মূল্য অর্জন করবে|
  • পুনঃপ্রবর্তন
    প্রথম আনপেড প্রিমিয়ামের অন্তিম তারিখ থেকে 2 বছর সময়কালের মধ্যেই সদস্যের জীবন সুরক্ষা পুনঃপ্রবর্তন করার বিকল্প সদস্য বা মাষ্টার পলিসিধারকের কাছে থাকছে|
  • ফ্রী লুক সময়কাল
    এটা একটা বাধ্যতামূলক যোজনা হওয়ার ক্ষেত্রে (যেক্ষেত্রে অংশগ্রহণের জন্যে সিদ্ধান্ত মেম্বারের সঙ্গ দেয় না এবং যোজনায় যোগদান করা মেম্বারের জন্যে বাধ্যতামূলক হয়) ফ্রী-লুক সময়কাল চলাকালীন বাতিলকরণের জন্যে বিকল্প বিমাকৃত মেম্বারের সঙ্গে পাওয়া যায় না এবং কেবলমাত্র মাষ্টার পলিসিধারকের সঙ্গে পাওয়া যাবে|
    • যদি এটা একটা স্বেচ্ছামূলক যোজনা হয়, সেক্ষেত্রে (যেক্ষেত্রে অংশগ্রহণের জন্যে সিদ্ধান্ত মেম্বারের কাছে থাকে এবং যোজনায় যোগদান করতে স্থির করা) ডাইরেক্ট মার্কেটিং ছাড়া অন্য যেকোন চ্যানেলের মাধ্যমে উৎস হওয়া পলিসিগুলোর জন্যে বিমার শংসাপত্র প্রাপ্ততার তারিখ থেকে 15 দিনের মধ্যেই এবং ডাইরেক্ট মার্কেটিং-এর মাধ্যমে উৎস হওয়া পলিসিগুলোর ক্ষেত্রে বিমার শংসাপত্র প্রাপ্ততার তারিখ থেকে 30 দিনের মধ্যেই পলিসির নিয়ম ও শর্তাবলী, মাষ্টার পলিসিধারকের সঙ্গে একত্রে, বিমাকৃত মেম্বার পুনর্সমীক্ষা করতে পারেন আর নিয়ম ও শর্তাবলীর যেকোনটার সঙ্গে বিমাকৃত মেম্বার সন্তুষ্ট না হওয়া বা অসম্মতের ক্ষেত্রে, আপত্তির জন্যে কারণসমূহ বিবৃত করে বিমার শংসাপত্র ফেরৎ করার বিকল্প তাঁর কাছে থাকছে| এমন যেকোন অনুরোধ মাষ্টার পলিসিধারকের মাধ্যমে আসতেই হবে| জড়িত হওয়া ষ্ট্যাম্প ডিউটির খরচ কেটে নেওয়ার পরে মাষ্টার পলিসিধারকের মাধ্যমে পেড প্রিমিয়ামসমূহ ফেরৎ দেওয়া হবে |
  • লোনের সুযোগসুবিধা
    এই প্ল্যানের অধীনে কোনও লোনের সুবিধা পাওয়া যায় না|
  • ব্যতিক্রম
    • আত্মহত্যা
      ঝুঁকি বা সুরক্ষা পুনঃপ্রবর্তন শুরুর তারিখ থেকে এক বছরের মধ্যে প্রকৃতিস্থ হোক বা অপ্রকৃতিস্থ, বিমাকৃত গ্রুপ সদস্য আত্মহত্যা করলে, গ্রুপ সদস্যের জন্যে বিমার সুবিধালাভ প্রদেয়যোগ্য হবে না| এমন ঘটনাতে, মৃত্যুর তারিখ পর্যন্ত, সদস্যের জন্যে পলিসির অধীনে পেড প্রিমিয়ামগুলোর 80% বা সমর্পণ মূল্যের উচ্চতরটা ফেরৎ যোগ্য হবে|

এসবিআই লাইফ – শক্তির ঝুঁকির সম্ভাবনা এবং শর্ত ও নিয়মাবলী সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য, নিম্নলিখিত নথিগুলিকে মনোযোগ সহকারে পড়ুন।

null
$ববয়সের সকল সহায়ক শেষ জন্মদিনের হিসাবে বয়স ৷
**করসমূহ এবং লেভিসমূহ, প্রযোজ্য মতো, অতিরিক্তরূপে ধার্য্য হবে |
^সকল এসবিআই লাইফ গ্রুপ মাইক্রো ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলোর জন্যে মোট আশ্বাসিত অর্থরাশি ব্যক্তি পিছু টাঃ 2,00,000-এ আবদ্ধ থাকবে

95.ver.01-03/18 WEB BEN

ঝুঁকি, শর্ত এবং নিয়মাবলী সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কেনার আগে অনুগ্রহ করে বিক্রয় পুস্তিকাটিকে মনোযোগ সহকারে পড়ুন।

কর সংক্রান্ত:
কর সুবিধাসময়ে সময়ে পরিবর্তিত আয়কর আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আপনার কর উপদেষ্টার সাথে পরামর্শ করুন।
প্ল্যান সম্পর্কিতসুবিধাগুলির অধীনে প্রতিটি পণ্য সংক্রান্ত পৃষ্ঠাতে আরো একটি অতিরিক্ত কর সংক্রান্ত দাবিত্যাগ রয়েছে। সময়ে সময়ে পরিবর্তিত ভারতের প্রযোজ্য আয়কর আইন অনুযায়ী আপনি আয়কর সুবিধা/ছাড়পাবেন। আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখতে পারেন। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আপনার কর উপদেষ্টার সাথে পরামর্শ করুন।